বাউন্ডারিতে ক্যাচের নিয়মে আসছে পরিবর্তন

ক্রিকেটে বাউন্ডারিতে নেওয়া ক্যাচগুলো বেশ আলোচনার জন্ম দেয়, অনেক সময় তৈরি হয় বিতর্ক। বিতর্ক এড়াতে এবার ‘বানি-হপ’ ক্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত আসছে। যে পরিস্থিতিতে ফিল্ডার বাউন্ডারির বাইরে গিয়ে লাফিয়ে উঠে বল স্পর্শ করেন, সেটিকে আর বৈধ ক্যাচ হিসেবে ধরা হবে না। তবে ফিল্ডাররা এখনও বলকে বাউন্ডারির ভেতর থেকে ঠেলে বাইরে গিয়ে, আবার ভিতরে এসে পড়ে ক্যাচ সম্পন্ন করতে পারবেন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) উদ্যোগে এই ধরনের ক্যাচের ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে। ২০২৩ সালের বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের জর্ডান সিল্কের ক্যাচ বাউন্ডারি সীমানার বাইরে দ্বিতীয়বার স্পর্শ করে সীমানার ভেতেরে পাঠিয়ে দৌড়ে এসে ক্যাচটি নেন ব্রিসবেন হিটের মাইকেল নেসের এবং ২০২০ সালে বিগ ব্যাশে ম্যাথু ওযেডের এমন একটি ক্যাচ নেন ম্যাট রেনশ। এরপর বিতর্ক তৈরি হয় বৈধতা নিয়ে।
এরপর ২০১০ সালে সর্বশেষ হালনাগাদ করা বাউন্ডারিতে ক্যাচের নিয়ম পাল্টানো নিয়ে অনেক আলোচনা হয়। শেষ পর্যন্ত আইসিসির অনুরোধে এমসিসি ১৯.৫.২ ধারায় সংশোধন আনলো। যেটির ব্যাখা প্রতিটি সদস্য দেশের বোর্ডের কাছে পাঠিয়েছে আইসিসি। সেখানে জানানো হয়েছে বর্তমান নিয়মের অধীন এই ধরণের ক্যাচ ‘অসাধারণ’ ফিল্ডিং দেখা গেলেও সেটা ‘অস্বাভাবিক কিছু ক্যাচেরও জন্ম দিয়েছে, যা বেশিরভাগ ক্রিকেট-সংশ্লিষ্টদের চোখে অবৈধ’।
এই নতুন নিয়মটি আগামী সপ্তাহ থেকেই আইসিসির খেলার শর্তে অন্তর্ভুক্ত হবে, যদিও আনুষ্ঠানিকভাবে এটি কার্যকর হবে অক্টোবর ২০২৬ থেকে। সংশোধিত নিয়মটির প্রয়োগ করা শুরু হবে ১৭ জুন থেকে, গলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল দিয়ে। এই নিয়ম অনুযায়ী ২০২৩ সালের বিগ ব্যাশ লিগে মাইকেল নেসেরের সেই আলোচিত ক্যাচ বা এই ধরণের কোনও ক্যাচই আর বৈধ থাকলো না।