অ্যালান ডোনাল্ডকে ছাড়িয়ে গেলেন রাবাদা

ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনেই কাগিসো রাবাদার বোলিং তোপে মাত্র ২১২ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ৫১ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন এই প্রেটিয়া পেসার। নিউজিল্যান্ডের কাইল জেমিসনের পর তিনিই দ্বিতীয় কোন বোলার যিনি ফাইনালে পাঁচ উইকেট নেওয়ার এই কীর্তি গড়লেন। ২০২১ সালে প্রথম আসরের ফাইনালে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন জেমিসন।
রাবাদা তার টেস্ট ক্যারিয়ারে ১৭তম বার ইনিংসে ৫ উইকেট তুলে নিলেন। দারুণ এই পারফরম্যান্সে সুবাদে ছাড়িয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডকে। ৭১ টেস্টে ৩৩২ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার চতুর্থ সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি এখন রাবাদা। ডোনাল্ড পেয়েছিলেন ৭২ ম্যাচে ৩৩০ উইকেট।
এছাড়া, আইসিসির কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে পাঁচ উইকেট নেওয়া দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান বোলার তিনি। তার আগে কেবল জ্যাক ক্যালিস ১৯৯৮ সালের আইসিসি নকআউট ট্রফির ফাইনালে ৫ উইকেট পেয়েছিলেন।
রাবাদা বড় কোন ম্যাচে সবসময়ই ছন্দে থাকেন। আইসিসি-র নকআউট স্টেজে ৫ ম্যাচে ১৯.২৭ গড়ে তুলে নিয়েছেন ১১ উইকেট। এই তালিকায় একমাত্র জ্যাক ক্যালিস ১৪ উইকেট তার ওপরে আছেন।
লর্ডসেও রাবাদা বরাবরই সফল। তিনটি টেস্টে ১৬.৮৩ গড় এবং ৩০.২ স্ট্রাইকরেটে পেয়েছেন ১৮ট উইকেট। তিনি এখন মরনে মর্কেলকে (১৫ উইকেট) ছাড়িয়ে লর্ডসে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি। অ্যালান ডোনাল্ড ও মাখা এনটিনির পর লর্ডসে একাধিকবার পাঁচ উইকেট নেওয়া তৃতীয় দক্ষিণ আফ্রিকান বোলার এখন রাবাদা।