পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য থেকেই সেমিফাইনালে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিদের সামনে দাঁড়াতে পারেনি তারা। পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ২-০ গোলের  জয়ে পেয়েছে বাংলাদেশ। ম্যাচে একবার করে জাল খুঁজে নিয়েছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল আর অপু রহমান...