মেসি ও মায়ামিকে থামিয়ে দিল টরন্টো

লিওনেল মেসিতে ভর করেই মেজর লিগ সকারে (এমএলএস) জয় পেয়ে আসছিল ইন্টার মায়ামি। আর্জেন্টাইন এই তারকা গোল ও অ্যাসিস্টেই টানা তিন ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছিল মায়ামি। কিন্তু টরন্টো এফসির বিপক্ষে মেসির গোল না পাওয়াতে থেমে গেছে মায়ামির জয়ের ধারা।এমএলএসের ম্যাচে আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে টরন্টো এফসির সঙ্গে ১–১ গোলে ড্র করেছে মায়ামি।ঘরের মাঠে মেসিদের আটকে দেওয়ার পেছনে মূল ভূমিকা রাখেন টরন্টো পোস্টে...