নড়াইলে মাশরাফির ঈদ

স্বজন, বন্ধুদের সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন মাশরাফি। ছবি :এনটিভি
নিজ এলাকা নড়াইলে ঈদুল আজহার নামাজ আদায় করলেন বাংলাদেশের ওয়ান ডে ও টি টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ওই নামাজ অনুষ্ঠিত হয়।
আর কয়দিন বাদেই ইংল্যান্ড আসছে বাংলাদেশ সফরে। অবশ্য এর আগে আসছে আফগানিস্তান। জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলন নিয়ে ব্যস্ত। তবে ঈদ উপলক্ষে ১১ দিনের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। তাই মাশরাফি পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নড়াইলে চলে যান।
নড়াইলের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মাশরাফি, নড়াইল জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মাশরাফি স্বজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে ঈদের কোলাকুলি করেন।
মাশরাফি নিজ গ্রামের বাড়ি সদর উপজেলার চারিখাদা গ্রামে গরু কোরবানি করেন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস।