বিপিএলে মাত্র ৩৪ সেকেন্ডেই গোল!

প্রথম ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়াচক্রকে হারিয়ে রীতিমতো চমকে দিয়েছিল তারা। সেই উত্তর বারিধারাকে পরের তিন ম্যাচে আর স্বরূপে দেখা যায়নি। রোববার চট্টগ্রাম আবাহনীর সামনে তো রীতিমতো বিধ্বস্ত হয়েছে তারা। আজ ম্যাচের চেয়ে বেশি আলোচিত বিষয় ছিল, মাত্র ৩৪ গোল পাওয়া।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের এই ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে উত্তর বারিধারাকে। গোল উৎসবের এই ম্যাচে বিজয়ীরা প্রথমার্ধেই চার গোল আদায় করে নেয়।
ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৩৪ সেকেন্ডেই চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে দেন ফরোয়ার্ড জাহিদ হোসেন। ইয়ামিন মুন্নার মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু পাস ধরে সোহেল রানার ক্রস, দুর্দান্ত হেডে বল জালে জড়াতে মোটেও ভুল করেননি জাহিদ।
অবশ্য পাঁচ মিনিটের ব্যবধানে গোলটি সমতায় নিয়ে আসে উত্তর বারিধারা। মিডফিল্ডার খালেকুজ্জামান সবুজ ডি-বক্সের প্রায় ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে লক্ষ্য ভেদ করেন।
পরে অবশ্য চট্টগ্রাম আবাহনীকে আর আটকে রাখতে পারেনি বারিধারা। ২৬ মিনিটে হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রিউক্স বন্দরনগরীর দলটির ব্যবধান দ্বিগুণ করেন।
প্রথমার্ধে আরো দুটি গোল আদায় করে নেয় আবাহনী। ম্যাচের ৩৯ মিনিট ও অতিরিক্ত সময়ে এই দুটি গোল করেন দলটির ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম।
বিজয়ী দলটি দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রেখেছে। ৮৬ মিনিটে শাকিল ও ৯০ মিনিটে রায়হান দলটির পক্ষে আরো দুটি গোল করে জয় নিশ্চিত করেন।
এই জয়ের সুবাদে পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে চট্টগ্রাম আবাহনী। আর বারিধারা সমান ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে রয়েছে।