দুয়ো না দেওয়ার আকুতি ব্রাজিল কোচের

স্বর্ণসাফল্যের স্বপ্ন নিয়ে অলিম্পিক শুরু করা ব্রাজিলের ফুটবল দল বিদায়ের শঙ্কায় এখন। প্রথম দুই ম্যাচেই গোলশূন্য ড্র করায় নেইমারদের গ্রুপের শেষ ম্যাচে হারাতেই হবে ডেনমার্ককে। এমন সংকটজনক সময়ে নতুন অস্বস্তিতে ব্রাজিলের কোচ রজারিও মিকালে। ব্রাজিলের পারফরম্যান্সে ক্ষুব্ধ-বিরক্ত সমর্থকরা নিজের দেশকে দুয়ো দিয়েছে দুই ম্যাচেই। মিকালে তাই ডেনমার্কের বিপক্ষে এমন বিরূপ আচরণ না করার অনুরোধ জানিয়েছেন সমর্থকদের।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে ড্র করে মাঠ থেকে ফেরার সময় দুয়ো শুনেছিলেন নেইমাররা। পরের ম্যাচে দুয়ো তো দিয়েছেই, ‘ইরাক! ইরাক’ চিৎকার করে ‘সেলেসাও’দের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে ব্রাজিলিয়ানরা। দলের দুই সিনিয়র সদস্য নেইমার ও রেনাতো অগুস্তোকে লক্ষ্য করেই ব্যাঙ্গের তীব্রতা ছিল বেশি।
সমর্থকদের এমন আচরণে মিকালে ভীষণ হতাশ। বার্সেলোনার কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে অলিম্পিকে খেলছেন নেইমার। সেদিকে ইঙ্গিত করে ব্রাজিল কোচের মন্তব্য, ‘তারকাদের সম্মান দিতে না পারলে তারা আমাদের সঙ্গে থাকতে চাইবে না। নেইমার জাতীয় দলের হয়ে খেলতে চায় বলে নিজের কাঁধে অনেক দায়িত্ব তুলে নিয়েছে। মাত্র ২৪ বছর বয়স হলেও তার ওপরে লোকের অসীম চাহিদা।’
রেনাতো অগুস্তোর অবশ্য সমর্থকদের প্রতি অগাধ আস্থা। এই মিডফিল্ডার বলেছেন, ‘আমার মনে কোনো সন্দেহ নেই যে সমর্থকরা আমাদের সঙ্গেই আছে। আমরা এখন কঠিন সময় পার করছি। তবে তাদের সমর্থনেই সব কিছু পাল্টে যাবে।’
‘এ’ গ্রুপে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডেনমার্ক। ব্রাজিল ও ইরাকের সংগ্রহ দুই পয়েন্ট করে। সবচেয়ে নিচে থাকা দক্ষিণ আফ্রিকার এক পয়েন্ট। গ্রুপের সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। ব্রাজিল-ডেনমার্ক ম্যাচ শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায়।