ব্রাদার্স-আরামবাগের ম্যাচ অমীমাংসিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে চতুর্থ রাউন্ডের শেষ কোনো দলই জিতেনি। ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
মঙ্গলবার ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাদার্স। ৬ মিনিটে গোপীবাগের দলটির হয়ে লক্ষ্যভেদ করেন নাজমুল ইসলাম রাসেল।
ম্যাচের ২৬ মিনিটে গোলটি শোধ করে আরামবাগ। মিডফিল্ডার জাফর ইকবালের কর্নারে নাইজেরীয় ফরোয়ার্ড কেস্টার আখন গোল করে ম্যাচে ১-১ গোলে সমতা নিয়ে আসেন।
প্রথমার্ধের শেষ মিনিটে আরামবাগ এগিয়েও যায়। মাঝমাঠ থেকে একাই বলটি নিয়ে বক্সে ঢুকে চমৎকার শটে গোলটি করেন জাফর ইকবাল। ৬৯ মিনিটে মান্নাফ রাব্বির গোলে ব্রদার্স আবার খেলার সমতায় ফিরে।
এই ড্রয়ের ফলে চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে আরামবাগ। আর সমান ম্যাচে মাত্র ৩ পয়েন্টে পেয়ে ব্রাদার্সের অবস্থান দশম।