আর্জেন্টিনা দলে ফিরছেন মেসি?

আর্জেন্টিনা দলের কোচ হওয়ার সুসংবাদ পেয়ে এদগার্দো বাউসা জানিয়েছিলেন, লিওনেল মেসিকে জাতীয় দলে ফেরানোই তাঁর প্রথম লক্ষ্য। সেই লক্ষ্যপূরণে সময় নষ্ট করতে রাজি নন তিনি। শিগগিরই এ ব্যাপারে মেসির সঙ্গে কথা বলবেন আর্জেন্টিনার নতুন কোচ।
আর্জেন্টিনার দৈনিক ওলে জানিয়েছে, এই সময়ের অন্যতম সেরা ফুটবলারের সঙ্গে কথা বলার জন্য আগামী সপ্তাহে স্পেনে যাচ্ছেন বাউসা। মেসিকে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে তিনি নাকি নিঃসন্দেহ। ১৫ আগস্ট বিশ্বকাপ বাছাইপর্বের জন্য জাতীয় দল ঘোষণা করার কথা বাউসার। ওই দলে নাকি পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের থাকা মোটামুটি নিশ্চিত!
এ সম্পর্কে মেসি কোনো মন্তব্য করেননি এখনো। কিন্তু আর্জেন্টিনার নতুন কোচ দলের সবচেয়ে বড় তারকাকে ফেরানোর ব্যাপারে আশাবাদী, ‘আমি এমন একটা জাতীয় দলকে দেখতে পাচ্ছি যে দলে মেসিও আছে। আমরা আলোচনা করতে যাচ্ছি। দেখা যাক জাতীয় দলের হয়ে সে যে অঙ্গীকার করেছিল তা পূরণ করতে পারে কি না।’
মেসির সঙ্গে এখনো কোনো কথা বলেননি বাউসা। তবে দলের অধিনায়কের আসনে বার্সেলোনা তারকাকে বসিয়ে রেখেছেন ‘আলবিসেলেস্তে’র কোচ, ‘সে আমাদের দলের অধিনায়ক আর এটা সে অর্জন করেছে। তার অধিনায়কত্ব চালিয়ে না যাওয়ার আমি তো কোনো কারণ দেখি না।’
গত জুনে বিশেষ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফুটবল দুনিয়াকে চমকে দিয়েছিলেন মেসি। দুই জীবন্ত কিংবদন্তি পেলে ও ডিয়েগো ম্যারাডোনা, আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও ম্যাক্রিসহ অনেকেই জাতীয় দলে ফেরার অনুরোধ জানিয়েছেন তাঁকে। কিন্তু কারো অনুরোধেই এখনো সাড়া দেননি ফুটবলের ‘খুদে জাদুকর’।