কোপা আমেরিকা অনিশ্চিত সুয়ারেজের

ইউরোপিয়ান ফুটবলের এবারের মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছেন লুইস সুয়ারেজ। লা লিগায় ৪০টি গোল করে জিতেছেন ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। গত বছর ট্রেবল জয়ের পর এবারও বার্সেলোনার জার্সি গায়ে জিতেছেন বড় দুটি শিরোপা। কিন্তু মৌসুমের শেষ ম্যাচে এসে ইনজুরির কবলে পড়তে হয়েছে উরুগুয়ের এই তারকা স্ট্রাইকারকে। ফলে আগামী মাস থেকে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার বিশেষ সংস্করণে খেলতে পারবেন কি না, তা নিয়ে জেগেছে সংশয়।
রোববার সেভিয়ার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে ইনজুরির কবলে পড়েছেন সুয়ারেজ। পেশিতে টান পড়ায় ৫৮ মিনিটের মাথায় মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছিল তাঁকে। এভাবে ছিটকে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না উরুগুয়ের এই স্ট্রাইকার। ডাগআউটে বসে কাঁদতেও দেখা গিয়েছিল সুয়ারেজকে। শেষপর্যন্ত অবশ্য সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা দেল রে শিরোপা জিতেছে বার্সেলোনা। সুয়ারেজও হয়তো কিছুটা ভুলতে পেরেছেন তাঁর ইনজুরির দুঃখ।
তবে ক্লাব ফুটবলে সাফল্য পেলেও জাতীয় দলের জার্সি গায়ে কোপা আমেরিকায় অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে চলছে ঘোর সংশয়। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া কিছু বোঝা যাচ্ছে না বলে জানিয়েছেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে। সুয়ারেজ নিজে অবশ্য কোপা আমেরিকায় অংশ নেওয়ার ব্যাপারে আশাবাদী। এক টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘আশা করছি এটা গুরুতর কিছু না। আর আমি আগামী সপ্তাহ থেকে জাতীয় দলের হয়ে খেলতে পারব।’
১০০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে কোপা আমেরিকার বিশেষ আসর। গ্রুপ পর্বে সুয়ারেজের উরুগুয়েকে খেলতে হবে মেক্সিকো, ভেনেজুয়েলা ও জ্যামাইকার বিপক্ষে।