শীর্ষেই থাকল বার্সেলোনা

লা লিগায় টানা তিনটি ম্যাচ হারের পর টলমল হয়ে উঠেছিল বার্সেলোনার শিরোপা জয়ের স্বপ্ন। শীর্ষস্থান হারাতে না হলেও একেবারে কাছাকাছি চলে এসেছে শিরোপার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আতলেতিকো ও রিয়াল মাদ্রিদ। মৌসুমের বাকি ম্যাচগুলো জিততে পারলে অবশ্য কাতালানরাই হাসতে পারবে বিজয়ীর হাসি। সেই লক্ষ্যে আরো একটা ধাপ পেরিয়ে গেছেন মেসি-নেইমার-সুয়ারেজরা। শনিবার রিয়াল বেটিসের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে শীর্ষস্থান নিজেদের দখলেই রেখেছে বার্সা।
নিজেদের মাঠে প্রথমার্ধের ৩৫ মিনিট থেকেই বেটিসকে খেলতে হয়েছে ১০ জনের দল নিয়ে। ৩৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল বেটিসের ডিফেন্ডার হেইকো ওয়েস্টেরম্যানকে। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটের মাথায় দলের পক্ষে প্রথম গোলটি করেন ইভান রাকিতিচ। ৮১ মিনিটে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেন সুয়ারেজ। দুই গোলেরই নেপথ্য কারিগর ছিলেন লিওনেল মেসি।
এ জয়ের ফলে লা লিগার ৩৬ ম্যাচ শেষে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। তবে আতলেতিকো ও রিয়াল মাদ্রিদও নিশ্বাস ফেলছে বার্সার ঘাড়ে। শনিবার দুই দলই পেয়েছে ১-০ গোলের জয়। ফলে ৩৬ ম্যাচ শেষে আতলেতিকোর ঘরেও জমা হয়েছে ৮৫ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল।
পয়েন্ট ব্যবধান বেশি না থাকায় শিরোপা জয়ের জন্য মৌসুমের বাকি দুটি ম্যাচও জিততে হবে বার্সাকে। লা লিগার শেষ দুই ম্যাচে কাতালানদের প্রতিপক্ষ নিচের সারির ক্লাব এসপানিওল ও গ্রানাডা।