ফাইনালে আবারও মাদ্রিদ ডার্বির সম্ভাবনা

২০১৩-১৪ মৌসুমের মতো আবারও চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হয়ে যেতে পারে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল ও আতলেতিকো মাদ্রিদ। সেমিফাইনালের ড্রয়ের পর সেই সম্ভাবনা জেগেছে নতুন করে। তবে এ জন্য দুই দলকেই আগে পেরোতে হবে সেমিফাইনালের বাধা। সেই লক্ষ্যে শেষ চারের লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে খেলতে হবে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে। আর বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে হবে আতলেতিকোকে।
২০১৩-১৪ মৌসুমের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছিল রিয়াল, আতলেতিকো ও বায়ার্ন। পরিবর্তন এসেছে শুধু একটি দলে। চেলসির বদলে এবার শেষ চারে খেলছে ম্যানচেস্টার সিটি। সেবার অবশ্য রিয়াল মাদ্রিদকে খেলতে হয়েছিল বায়ার্নের বিপক্ষে।
২৬ ও ২৭ এপ্রিল প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হবে ইউরোপের সেরা চারটি দল। ম্যানসিটির মাঠে প্রথম লেগের ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। আর বায়ার্ন মিউনিখের মাঠে খেলতে হবে আতলেতিকো মাদ্রিদকে। ৩ ও ৪ মে আবার ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে রিয়াল-ম্যানসিটি ও আতলেতিকো-বায়ার্ন।
সেমিফাইনালে জয়ী দুই দল শিরোপাজয়ের অন্তিম লড়াইয়ে মাঠে নামবে ২৮ মে। এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে ইতালির মিলানে, সান সিরো স্টেডিয়ামে।