বিশ্বকাপের অফিসিয়াল বল উন্মোচন, জেনে নিন খুঁটিনাটি

ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি প্রায় ৯ মাস। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব শুরুই হয়েছে অল্প কিছুদিন আগে। ইতোমধ্যে শুরু হয়েছে আমেজ। যার রেশ আরেকটু বাড়িয়েছে ফিফা। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে আগামী বিশ্বকাপের নতুন বল উন্মোচন করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ফিফার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে দেখা যায় নতুন বল। নিউইয়র্কে ব্রুকলিন ব্রিজ পার্কে জমকালো আয়োজনে উন্মোচন করা হয় বিশ্বকাপের আনুষ্ঠানিক ম্যাচ বলের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিনেদিন জিদান, ইয়ুর্গেন ক্লিন্সম্যান, আলেসান্দ্রো ডেল পিয়েরো, কাফু ও জাভি।
বলটির নাম রাখা হয়েছে ‘ট্রাইওন্ডা।’ নামটি এসেছে দুটি শব্দ থেকে। ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ। বলে লাল, সবুজ ও নীল—এই তিনটি রঙের মাধ্যমে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে। টুর্নামেন্টের আয়োজক তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর জন্য বলে রাখা হয়েছে আলাদা আলাদা প্রতীক। যুক্তরাষ্ট্রের জন্য স্টার, কানাডার জন্য ম্যাপল পাতা ও মেক্সিকোর জন্য ঈগল চিহ্ন ব্যবহার করা হয়েছে।
বলে থাকছে সবচেয়ে উন্নত প্রযুক্তি, যা ম্যাচ অফিসিয়ালদের সাহায্য করার পাশাপাশি নতুন অভিজ্ঞতা দেবে। বলটি তৈরি করেছে অ্যাডিডাস।