বাটলারের ব্যাটে ইংল্যান্ডের ১৭১

সুপার টেনের এক নম্বর গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলেই উইন্ডিজের সঙ্গী হয়ে যাবে ইংল্যান্ড। সেই লক্ষ্যে দলকে অনেকখানি এগিয়েও দিয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। জস বাটলারের ৩৭ বলে ৬৬ রানের ঝড়ো ইনিংসের সুবাদে শ্রীলঙ্কাকে ১৭২ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ইংল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ইংল্যান্ডের। দ্বিতীয় ওভারেই হারিয়েছিল অ্যালেক্স হালেসের উইকেট। রানের খাতা না খুলেই বিদায় নিয়েছিলেন ইংল্যান্ডের এই ডানহাতি ওপেনার। তবে দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামলে নিয়েছিলেন জো রুট ও জ্যাসন রয়। একাদশ ওভারে রুট ফিরে যান ২৫ রান করে। রয় খেলেছেন ৩৯ বলে ৪২ রানের লড়াকু ইনিংস। তবে শ্রীলঙ্কার বড় সর্বনাশটা করেছেন বাটলার। চার নম্বরে ব্যাট করতে নেমে আটটি চার ও দুটি ছয় মেরে ৩৭ বলে ৬৬ রানের দারুণ ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে অধিনায়ক ওয়েন মরগানের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে দিয়েছিলেন বড় সংগ্রহের পথে। চতুর্থ উইকেটে ৩৯ বলে ৭৪ রানের ঝড়ো জুটি গড়েছিলেন মরগান ও বাটলার। শেষ ওভারে আউট হওয়ার আগে মরগান খেলেছেন ২২ রানের ইনিংস।
শ্রীলঙ্কার পক্ষে ভালো বোলিং করেছেন লেগস্পিনার জেফ্রি ভ্যান্ডারসে। চার ওভার বল করে ২৬ রানের বিনিময়ে নিয়েছেন দুটি উইকেট। চার ওভার বল করে ২৭ রানের বিনিময়ে একটি উইকেট নিয়েছেন রঙ্গনা হেরাথ।