উইকেটকেই দুষলেন হাথুরুসিংহে

টি-টোয়েন্টিতে এর আগে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর ছিল ৭৮ রান। ২০ ওভারের ক্রিকেটে এবার তার চেয়েও বাজে ব্যাটিং করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র ৭০ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ।
শনিবার কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের এই ব্যাটিং ব্যর্থতার জন্য উইকেটকেই দুষছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা ঠিক আমাদের ব্যাটসম্যানদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তবে উইকেটও খুব একটা ব্যাটিং সহায়ক ছিল না। এমন উইকেটে ১২০-১২৫ রানের বেশি রান হলে তা চেজ করা কঠিন।’
এমন উইকেটে লক্ষ্য কিছু বেশি হয়েছে বলেও মনে করেন তিনি, ‘কলকাতার এই উইকেটে বল কখনো উঁচু, আবার কখনো নিচু হয়ে আসছিল। এমন উইকেটের দ্বিতীয় ইনিংসে ব্যাট করা খুবই কঠিন। তা ছাড়া আমাদের সামনে লক্ষ্যটাও কিছুটা বেশি হয়ে গেছে। অবশ্য যদি লক্ষ্য ১২০-২৫ রান হতো, তাহলে ম্যাচের চিত্রটা আবার অন্যরকম হতো।’
এই ম্যাচে মুস্তাফিজের দারুণ বোলিংয়ে ১৪৫ রানেই থেমে গিয়েছিল নিউজিল্যান্ডের ইনিংস। অনেকেরই হয়তো মনে হয়েছিল যে সান্ত্বনার একটি জয় নিয়ে দেশে ফিরতে পারবেন মাশরাফিরা। কিন্তু সেটা তো হলোই না, উল্টো লজ্জাজনক এক রেকর্ড গড়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ।
১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারের মধ্যে বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেল মাত্র ৭০ রানে। টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের সর্বনিম্ন ইনিংসের নতুন রেকর্ড। ৭৫ রানের বড় ব্যবধানের জয় দিয়ে অপরাজিত থেকেই সেমিফাইনালে চলে গেল নিউজিল্যান্ড।