মুস্তাফিজের তোপে বিধ্বস্ত নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিনটি ম্যাচে জয় দিয়ে সেমিফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। তবে দুর্দান্ত ফর্মে থাকা কিউইরা খুব বেশি সুবিধা করে উঠতে পারছেন না বাংলাদেশের বোলারদের সামনে। দারুণ বোলিং করে নিউজিল্যান্ডকে ১৪৫ রানের মধ্যেই আটকে রেখেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন এই বাঁহাতি পেসার। এর আগে এক ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন ইলিয়াস সানি।
মুস্তাফিজের দারুণ বোলিংয়ের মুখে নিউজিল্যান্ডের মাত্র তিনজন ব্যাটসম্যান পেরোতে পেরেছেন দুই অঙ্কের কোটা। সর্বোচ্চ ৪২ রানের ইনিংস এসেছে ওপেনার কেইন উইলিয়ামসনের ব্যাট থেকে। ৩৫ রান করেছেন কলিন মুনরো। ২৮ রান এসেছে রস টেলরের ব্যাট থেকে। চার ওভার বল করে ২২ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ।
সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় মার্টিন গাপটিলকে বিশ্রাম দিয়েছিল নিউজিল্যান্ড। সেই সুযোগে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল হেনরি নিকোলসের। কিন্তু নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে পারেননি এই বাঁ-হাতি ওপেনার। চতুর্থ ওভারে আউট হয়ে গেছেন মাত্র সাত রান করে। দারুণ এক ডেলিভারিতে তাঁকে বোল্ড করেছেন মুস্তাফিজুর রহমান। নিজের পরের ওভারে আরেক ওপেনার কেইন উইলিয়ামসনকেও বোল্ড করেছেন এই বাঁহাতি পেসার। ৪২ রান করে ফিরে গেছেন উইলিয়ামসন। ১৫তম ওভারে ৩৫ রান করা কলিন মুনরোর উইকেট তুলে নিয়েছেন আল-আমিন হোসেন। পরের ওভারে রানের খাতা না খুলেই মাশরাফির শিকার হয়ে ফিরে গেছেন কোরি অ্যান্ডারসন। নিজের তৃতীয় ওভারে গ্রান্ট এলিয়টের উইকেটও তুলে নিয়েছেন মুস্তাফিজ। নিজের ও নিউজিল্যান্ডের ইনিংসের শেষ ওভারে টানা দুই বলে মুস্তাফিজ নিয়েছিলেন দুটি উইকেট।
টানা সাত ম্যাচ পর ভারতের বিপক্ষে টস জিতেছিলেন মাশরাফি বিন মুর্তজা। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আবারও টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক। শুরুতেই টস হেরে ফিল্ডিংয়ে নামতে হয়েছে বাংলাদেশকে।
প্রথম তিনটি ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। অন্যদিকে তিনটি ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তারপরও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটি জিতে কিছুটা সান্ত্বনা নিয়েই দেশে ফিরতে চাইবেন মাশরাফিরা। ভারতের বিপক্ষে খেলা দলটি অপরিবর্তিত রেখেই আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
অন্যদিকে নিউজিল্যান্ড দলে আছে দুটি পরিবর্তন। পেসার অ্যাডাম মিল্নের পরিবর্তে দলে এসেছেন অফস্পিনার নাথান ম্যাককালাম। মার্টিন গাপটিলকে বিশ্রাম দিয়ে দলে আনা হয়েছে হেনরি নিকোলসকে।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, শুভাগত হোম, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।