ঢাকার ট্রাফিক জ্যাম নিয়ে ভাবছেন না কোহলি

ঢাকার রাস্তায় দুর্বিষহ ট্রাফিক জ্যামের কথা কারোই অজানা নয়। ঢাকার মানুষদের ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে আটকে থাকতে হয়, এটা এখন অনেকটা নিয়মে পরিণত। তা নিয়ে ভারতীয় ধারাভাষ্যকার হারশা ভোগলে এবং দলটির স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বেশ হাসাহাসিই করেছেন দুদিন আগে।
এই বিষয় নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে কয়েকদিন ধরে। এশিয়া কাপপূর্ব সংবাদ সম্মেলনে বিষয়টি আলোচনায় উঠলেও ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ঢাকার ট্রাফিক জ্যাম নিয়ে মোটেও ভাবছেন না।
মঙ্গলবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘ঢাকার ট্রাফিক জ্যাম নিয়ে আমি মোটেও ভাবছি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই জ্যামে আমাদের তেমন কোনো সমস্যা হবে না। আমাদের খেলায়ও এর প্রভাব পড়বে না বলে আমার বিশ্বাস।’
হারশা ভোগলে কয়েকদিন আগে টুইটারে লিখেছেন, ‘গত ২০ দিন কাটিয়েছি সিডনি, মুম্বাই, বেঙ্গালুরু, যোধপুর, পুনে, রাঁচি, বিশাখাপত্তনম, গোয়া, হায়দরাবাদে। এখন ঢাকায়। এবার এক জায়গায় বেশ কয়েকদিন থাকা যাবে!’
হারশা ভোগলের এই টুইটের উত্তরে ভারতের অফস্পিনার অশ্বিন লিখেছেন, ‘ঢাকার ট্রাফিক জ্যাম এটা নিশ্চিত করবে যে, গত ২০ দিনে আপনি যেসব জায়গায় ছিলেন, তার চেয়ে বেশি সময় থাকবেন একটা সিগন্যালে।’
হারশা ভোগলে আবার অশ্বিনের এই উত্তরের জবাবে লিখেছেন, ‘হা হা! টিম বাস থেকে বের হয়ে আমাদের মতো যানবাহনে চড়ার সময় এলে তোমারও একই অবস্থা হবে। তোমার যেন আরো বেশি সময় লাগে!’
অবশ্য ঢাকার ট্রাফিক জ্যামে অশ্বিন বা অন্য কোনো ক্রিকেটারকেই আটকে থাকতে হবে না। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ফাঁকা রাস্তাতেই চলাচল করতে পারবেন ক্রিকেটাররা।