ঢাকায় এসেছে ধোনির ‘টিম ইন্ডিয়া’

এশিয়া কাপের মূল পর্বে অংশ নিতে ঢাকায় এসেছে মহেদ্র সিং ধোনির ভারত।
গতকাল রোববার রাত ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন ভারতীয় ক্রিকেটাররা।
আগামী ২৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এশিয়া কাপের মূল পর্ব। ৬ মার্চ শেষ হবে এই আসর।
এই আসরের বাছাইপর্ব এখন চলছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং এশিয়া কাপের বাছাই পর্বে খেলছে।
বাছাই পর্বের সেরা দল এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ পাঁচটি দল নিয়ে আসরের মূল পর্ব হবে। এই পর্বের সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
আগামী বুধবার স্বাগতিক বাংলাদেশ ও ভারতের ম্যাচ দিয়ে আসরটি শুরু হবে। ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ থাকছে বাছাইপর্ব থেকে উঠে আসা দল। এরপর ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা এবং ২ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
এর আগে গতকাল শনিবার দিবাগত রাত ১ টা ৪০ মিনিটে ঢাকায় আসেন লঙ্কান ক্রিকেটাররা।
আর আগামী বুধবার পাকিস্তানের ক্রিকেটারদের আসার কথা রয়েছে।