মেসি-সুয়ারেজের দাপটে বার্সেলোনার দারুণ জয়

প্রতিপক্ষের জন্য ক্রমে ভয়ংকর হয়ে উঠছেন বার্সেলোনার তিন ফরোয়ার্ড লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। এ মাসের শুরুতে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়েছিলেন ৭-০ গোলের বিশাল ব্যবধানের জয় দিয়ে। ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচেও দারুণভাবে জ্বলে উঠেছেন বার্সার তারকা ফরোয়ার্ডরা। মেসি-সুয়ারেজ-নেইমারের নজরকাড়া নৈপুণ্যে এবার সেল্তা ভিগোর বিপক্ষে বার্সা পেয়েছে ৬-১ গোলের জয়।
২৮ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেছিলেন মেসি। কিন্তু খুব বেশিক্ষণ এই গোল ব্যবধান ধরে রাখতে পারেনি বার্সেলোনা। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফিরিয়েছেন সেল্তার ফরোয়ার্ড জন গুইদেত্তি। প্রথমার্ধও শেষ হয়েছে এই ১-১ গোলের সমতা নিয়ে। তবে দ্বিতীয়ার্ধে যেন সবকিছু উড়িয়ে দেওয়ার সংকল্প নিয়ে মাঠে নামেন মেসি-সুয়ারেজরা। ৫৯ মিনিটে মেসির পাস থেকে গোল করেন সুয়ারেজ। ৭৫ মিনিটে আরো একবার সেল্তার জালে বল জড়িয়ে দলের জয় প্রায় নিশ্চিতই করে ফেলেন এই উরুগুয়ের স্ট্রাইকার। ৮১ মিনিটে ফুটবলপ্রেমীদের স্মরণীয় একটি গোল উপহার দিয়েছে মেসি-সুয়ারেজ জুটি। পেনাল্টি থেকে গোল করার সুযোগ থাকলেও মেসি আলতোভাবে বল ঠেলে দিয়েছিলেন সুয়ারেজের দিকে। সেই পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন সুয়ারেজ। তবে বার্সেলোনার খেলোয়াড়দের গোলক্ষুধা তখনো মেটেনি। ৮৪ মিনিটে সুয়ারেজের পাস থেকে আরেকটি গোল করেন ইভান রাকিতিচ। ম্যাচের শেষপর্যায়ে নেইমারের হয়তো মনে হয়েছিল, তিনিও বা বাদ থাকবেন কেন! শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডও আরেকবার বল জড়ান সেল্তার জালে। এই গোলেরও নেপথ্য কারিগর ছিলেন সুয়ারেজ।
সেল্তা ভিগোর বিপক্ষে ৬-১ গোলের দারুণ এই জয় দিয়ে লা লিগার শীর্ষস্থান আরো পাকাপোক্ত করেছে বার্সেলোনা। ২৩ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫৭ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলেও বার্সেলোনার চেয়ে তিন পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছে আতলেতিকো মাদ্রিদ। আর ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। বুধবার স্পোর্টিং গিজনের বিপক্ষে জয় পেলে শিরোপা জয়ের দৌড়ে আরো বেশ খানিকটা এগিয়ে যাবে বার্সেলোনা।