কষ্ট করে জিততে হলো রিয়ালকে

লা লিগার পয়েন্ট তালিকায় নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে গ্রানাডা। অন্যদিকে স্প্যানিশ লিগ শিরোপার অন্যতম প্রধান দাবিদার রিয়াল মাদ্রিদ। ইউরোপের অন্যতম সেরা এই ক্লাব গ্রানাডার বিপক্ষে সহজ জয় তুলে নিতে পারবে—এমন প্রত্যাশাই হয়তো করেছিলেন অনেকে। কিন্তু গ্রানাডার বিপক্ষে রিয়াল মাদ্রিদকে জিততে হয়েছে বেশ কষ্ট করে। করিম বেনজেমা ও লুকা মদ্রিচের গোলে রিয়াল পেয়েছে ২-১ গোলের জয়।
৩০ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেছিলেন বেনজেমা। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল রিয়াল। দ্বিতীয়ার্ধে, ৬০ মিনিটের মাথায় খেলায় সমতা ফেরায় গ্রানাডা। ৫৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার দুই মিনিট পরেই ম্যাচের সমতাসূচক গোলটি করেন গ্রানাডার স্ট্রাইকার ইউসেফ এল-আরাবি। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ার আশঙ্কাই হয়তো ভর করেছিল রিয়াল সমর্থকদের মনে। কিন্তু ৮৫ মিনিটে রিয়াল মাদ্রিদ শিবিরে স্বস্তি ফেরান মদ্রিচ। মাতেও কোভাচিচের পাস থেকে বল পেয়ে করেন ম্যাচের জয়সূচক গোল। শেষ মুহূর্তের এই গোলে রিয়ালও মাঠ ছাড়ে ২-১ গোলের ঘামঝরানো জয় নিয়ে।
এই জয়ের পরও অবশ্য লা লিগার পয়েন্ট তালিকার তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে রিয়ালকে। ২৩ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫০ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ। আর ২২ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের দৌড়ে অনেকখানি এগিয়ে গেছে বার্সেলোনা। রোববার নিজেদের সর্বশেষ ম্যাচে লেভান্তেকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো পাকাপোক্ত করেছে কাতালানরা।