জন্মদিনে নেইমারকে রোনালদোর উপহার

এখন রোনালদো বলতেই প্রায় সবার চোখে ভেসে ওঠে ক্রিস্টিয়ানো রোনালদোর চেহারা। কিন্তু একসময় ফুটবলপ্রেমীরা যে রোনালদোকে অনুসরণ করতেন তাঁর পুরো নাম রোনালদো নাজারিও দি লিমা। ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনালদো একটা ছবি পোস্ট করেছেন তাঁর ফেসবুক পেজে। ছবিতে তাঁর সঙ্গে নেইমার।
শুক্রবার ছিল বার্সেলোনা তারকা নেইমারের ২৪তম জন্মদিন। প্রিয় উত্তরসূরীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবিটা পোস্ট করেছেন রোনালদো।
ছবিটা অবশ্য অনেক আগে তোলা। ২০০২ সালে ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদো তখনো ফুটবলকে বিদায় জানাননি। আর নেইমার ছিলেন নিতান্তই কিশোর। যদিও ছোটদের ফুটবলে প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছিলেন প্রতিনিয়ত।
ছবিটার নিচে শুভেচ্ছাবাণীও দিয়েছেন রোনালদো। তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার লিখেছেন, ‘হ্যাপি বার্থডে, হটশট! তোমার দিন আর ফুটবলের জন্য শুভকামনা। তুমি ইতিহাস গড়বে! এটা তো মাত্র সূচনা। সবসময় আনন্দে থাক, নেইমার জুনিয়র।’
রোনালদোর মতো নেইমার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়বেন কি না, তা আপাতত ভবিষ্যতের হাতে তোলা। তবে ব্রাজিলের পক্ষে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ার হাতছানি নেইমারের সামনে। ৭৭ গোল নিয়ে এই তালিকার শীর্ষে আছেন ফুটবলের মহানায়ক পেলে। ৬২ গোল করা রোনালদোর অবস্থান দ্বিতীয়। তালিকার পঞ্চম স্থানে থাকা নেইমারের গোল ৪৬টি। বয়স যার মাত্র ২৪, তাঁর তো রেকর্ড ভেঙে ফেলারই কথা।