বঙ্গবন্ধু গোল্ডকাপে নেপাল চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে নেপাল। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৩-০ গোলে হারিয়েছে বাহরাইনের অনূর্ধ্ব-২৩ দলকে। দীর্ঘ ২৩ বছর পর আন্তর্জাতিক ফুটবলে এটাই নেপালের প্রথম শিরোপা।
প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি নেপালিদের। পঞ্চম মিনিটে বাঁ দিক থেকে বিরাজ মহার্জনের নেওয়া ক্রসে হেড করেছিলেন অঞ্জন বিস্তা। বাহরাইনের গোলরক্ষক মাহবুব আলদোসেরি ফিস্ট করে দলকে বিপদমুক্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু বল চলে যায় অরক্ষিত বিমল ঘার্তি মাগারের পায়ে। সুযোগটা কাজে লাগাতে ভুল হয়নি নেপালের তারকা ফরোয়ার্ডের (১-০)।
ম্যাচের শুরুতেই ওই গোলের পর আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। দুই দলই বেশ কিছু সুযোগ পেলেও গোল হচ্ছিল না কিছুতেই। বরং ৮২ মিনিটে দুই দলই পরিণত হয় দশজনে, সরাসরি লালকার্ড দেখে বেরিয়ে যান নেপালের ফরোয়ার্ড সুমন লামা ও বাহরাইনের মিডফিল্ডার আহমেদ আলথুয়ানি।
তার পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে নেপাল। অঞ্জন বিস্তার পাস থেকে বিশাল রাইয়ের ফ্লিক আবারও চলে যায় বাহরাইনের জালে (২-০)। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার ঠিক আগে বিমল মাগারের ক্রস থেকে হেড করে নেপালকে তৃতীয় গোল উপহার দেন নবযুগ শ্রেষ্ঠা।
বাহরাইনের দুর্দশা অবশ্য তখনো শেষ হয়নি। ইনজুরি সময়ে লালকার্ড দেখে দলকে আরো লজ্জায় ফেলে দেন অধিনায়ক আবদুল আজিজ আল-শেখ।