বেলের দলবদলেও কারচুপি?

নেইমারকে দলে ভেড়ানোর সময় আর্থিক কারচুপির অভিযোগ উঠেছিল বার্সেলোনার বিরুদ্ধে, যার জের ধরে সরেই দাঁড়াতে হয়েছিল বার্সার সে সময়ের সভাপতি সান্দ্রো রাসেলকে। এবার একই ধরনের অভিযোগ উঠেছে কাতালানদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। গ্যারেথ বেলকে দলে ভেড়ানোর সময়ও আর্থিক কারচুপি করা হয়েছে বলে দাবি করেছে ফুটবল লিকস নামে একটি ওয়েবসাইট।
২০১৩ সালে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে বেলকে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার থেকে বেলকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনতে নয় কোটি ১০ লাখ ইউরো খরচ হয়েছিল বলে জানিয়েছিল বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাবটি। কিন্তু ফুটবল লিকসের দাবি, বেলকে পাওয়ার জন্য রিয়ালকে আরো বেশি অর্থ খরচ করতে হয়েছে।
বেলকে নিয়ে রিয়াল ও টটেনহ্যামের মধ্যে যে চুক্তি স্বাক্ষর হয়েছিল, সেটি অনলাইনে প্রকাশ করেছে এই ওয়েবসাইট। তাতে দেখা যাচ্ছে, দলবদলের ১৫ দিনের মধ্যে অর্থ পরিশোধ করলে রিয়ালকে দিতে হবে নয় কোটি ১৬ লাখ ইউরো। তবে তিন বছরের মধ্যে চারটি কিস্তিতে পরিশোধ করলে রিয়ালের খরচের পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় ১০ কোটি ইউরো। রিয়াল দ্বিতীয় পদ্ধতিতেই অর্থ পরিশোধ করেছে বলে জানিয়েছিল স্পেনের কয়েকটি গণমাধ্যম। যদিও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
এদিকে, এই গোপন চুক্তিপত্র কীভাবে গণমাধ্যমের হাতে গেল, তা তদন্তের দাবি জানিয়েছেন বেলের এজেন্ট জোনাথন বার্নেট। যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এ ধরনের নথিপত্র প্রকাশ হয়ে পড়া খুবই লজ্জাজনক। দুই ক্লাব ও খেলোয়াড় সবার জন্যই বিষয়টি অসম্মানজনক। এ ব্যাপারে স্বাধীনভাবে তদন্ত হওয়া উচিত। কারণ, এটা অত্যন্ত জঘন্য ঘটনা।’
রিয়াল মাদ্রিদে প্রথম মৌসুম দারুণ কেটেছিল বেলের। ২০১৩-১৪ মৌসুমে লা লিগায় ব্যর্থ হলেও ইউরোপের সেরা ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল রিয়াল। সেবার স্পেনের সেরা ক্লাব টুর্নামেন্ট কোপা দেল রের ট্রফিও শোভা বাড়িয়েছিল সান্তিয়াগো বার্নাব্যুর।
তবে এর পর ইউরোপের সফলতম ক্লাবের জার্সিতে তেমন সাফল্য পাননি বেল। বারবার চোটে পড়ায় দীর্ঘ সময় মাঠের বাইরেও থাকতে হয়েছে ওয়েলসের এই ফরোয়ার্ডকে। গত রোববার লা লিগায় স্পোর্তিং গিহনের বিপক্ষে পায়ের পেশিতে চোট পাওয়ায় অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।