ভারতজুড়ে শোকের ছায়া

উপমহাদেশের ক্রিকেটের চেহারা বদলে দিয়েছিলেন জগমোহন ডালমিয়া। বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির পেছনেও বিশাল ভূমিকা ছিল ভারতের এই ক্রিকেট প্রশাসকের। এক ক্রান্তিলগ্নে ভারতীয় ক্রিকেট বোর্ডের হাল ধরেছিলেন তিনি। তাঁর দক্ষ নেতৃত্বে আইপিএলের স্পট ফিক্সিং কেলেঙ্কারি, শ্রীনিবাসনের স্বেচ্ছাচারিতাকে পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল ভারতের ক্রিকেটাঙ্গন।
কিন্তু ডালমিয়ার হঠাৎ-মৃত্যু স্তব্ধ করে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। সবচেয়ে বেশি শোকাচ্ছন্ন ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বলিউড তারকা শাহরুখ খান, ব্যাটিং-কিংবদন্তি শচীন টেন্ডুলকার, ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, টেস্ট অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে সাবেক অধিনায়ক বিষান সিং বেদি সবাই শোকে মুহ্যমান। টুইটারে এই অনন্য ক্রিকেট-ব্যক্তিত্বর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা। সেই শ্রদ্ধার্ঘ্য তুলে ধরা হলো এনটিভি অনলাইনের পাঠকদের জন্য।
নরেন্দ্র মোদি : শোকাবহ এই সময়ে আমি জগমোহন ডালমিয়ার পরিবারের পাশে মানসিকভাবে দাঁড়াচ্ছি। তাঁর আত্মার শান্তি কামনা করছি।
মহেন্দ্র সিং ধোনি : ক্রিকেটের জন্য ডালমিয়া যে অবদান রেখেছেন সেজন্য তাঁকে শ্রদ্ধা জানাই। তাঁর আত্মা শান্তিতে থাকুক। তাঁর প্রিয়জনরা যেন এই শোকের সময়ে শক্ত থাকতে পারেন।
বিরাট কোহলি : ডালমিয়াজির মৃত্যু সংবাদ শুনে খুবই দুঃখ পেয়েছি। তাঁর পরিবার ও বন্ধুবান্ধবদের জানাই গভীর সমবেদনা।
শচীন টেন্ডুলকার : জুনেই দেখা হয়েছিল। ভাবতেই পারছি না ওটাই শেষ দেখা। প্রশাসক হিসেবে দারুণ ছিলেন। ক্রিকেটের উন্নতির জন্য ভীষণ পরিশ্রম করতেন।
শাহরুখ খান : খুব খারাপ লাগছে খবরটা শুনে। উনাকে ইডেনে খুব মিস করব। পুরো ক্রিকেটের জন্য এটা একটা বড় ধাক্কা।
সুরেশ রায়না : ভারতীয় ক্রিকেটের বড় ক্ষতি। মিস্টার ডালমিয়া সব সময় নতুন পথ দেখিয়েছেন। রেস্ট ইন পিস স্যার!
সঞ্জয় মাঞ্জরেকার : উনি এমন একজন প্রশাসক ছিলেন যাঁর হৃদয়ে শুধুই ক্রিকেট ছিল।
ভিভিএস লক্ষ্মণ : ভারতীয় ক্রিকেটে ডালমিয়াজির বিরাট অবদান। তিনি সব সময় নতুন পথ দেখিয়েছেন। ভারতীয় ক্রিকেট বড় এক চরিত্রকে হারাল।
রোহিত শর্মা : রেস্ট ইন পিস ডালমিয়া স্যার। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।
যুবরাজ সিং : জগমোহন ডালমিয়ার মৃত্যুসংবাদ শুনে খুবই কষ্ট পেয়েছি। তিনি ছিলেন অসাধারণ প্রশাসক ও একজন সত্যিকারের ভদ্রলোক। তাঁর আত্মা শান্তিতে থাকুক।
ইশান্ত শর্মা : ডালমিয়াজির পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। বিসিসিআই আজীবন তাঁকে মনে রাখবে।
অনিল কুম্বলে : ডালমিয়ার মৃত্যুসংবাদে গভীর দুঃখ পেয়েছি। ভারত ও বিশ্ব ক্রিকেটে তিনি অনেক অবদান রেখেছেন। এটা একটা বিরাট ক্ষতি। তিনি সবসময় খেলোয়াড়দের পাশে ছিলেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।
হরভজন সিং : জগমোহন ডালমিয়া স্যারের মুত্যুসংবাদ শুনে খুবই দুঃখ পেয়েছি। এটা ক্রিকেটের ও বিসিসিআইয়ের জন্য একটা বিশাল ক্ষতি। ক্রিকেটে বিশাল অবদানের জন্য আপনাকে স্যালুট জানাই।
বিষেণ সিং বেদী : সব থেকে ভালো ক্রিকেট প্রশাসক। ভারতীয় ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসার কোনো তুলনাই হয় না।
আয়াজ মেমন : চলে গেলেন বিসিসিআইকে বিশ্বের সবচেয়ে ধনী ও ক্ষমতাধর ক্রিকেট বোর্ডে রূপান্তর করা জগমোহন ডালমিয়া। রেস্ট ইন পিস।