ফ্লোরেঞ্জির অবিশ্বাস্য গোল!

চ্যাম্পিয়নস লিগে লিওনেল মেসির শততম ম্যাচে সব আলো কেড়ে নিলেন এমন একজন, ফুটবল-দুনিয়ায় যাঁর তেমন পরিচিতি নেই। আলেসান্দ্রো ফ্লোরেঞ্জিকে নিয়ে অবশ্য হৈচৈ হওয়ারই কথা। গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে তাঁর গোল বারবার দেখলেও বিশ্বাস হওয়া মুশকিল।
urgentPhoto
ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে রোমা তখন ১-০ গোলে পিছিয়ে। ৩১ মিনিটে নিজেদের অর্ধে বল পেয়ে দৌড় শুরু করলেন ফ্লোরেঞ্জি। হাফলাইন পেরিয়ে ডান দিকের টাচলাইনের কাছে এসে দেখলেন, বার্সার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন পোস্ট থেকে কিছুটা বেরিয়ে এসেছেন। প্রতিপক্ষের পোস্ট তখন প্রায় ৫০ মিটার দূরে। এতদূর থেকেই শট নিলেন রোমার ২৪ বছর বয়সী মিডফিল্ডার। সবাইকে বিস্ময়াভিভূত করে বল চলে গেল জালে!
বার্সার জার্মান গোলরক্ষক অবশ্য পড়িমরি করে ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু যখন দেখলেন লাভ নেই, হাল ছেড়ে দিলেন। বল শূন্যে ভেসে পোস্টে আসছে, অথচ গোলরক্ষক ঠেকানোর চেষ্টা করছেন না! ফুটবল মাঠে এমন দৃশ্য সত্যিই বিরল।
এমন গোল যে খুব বেশি হয় না, তা ভালোমতো বুঝতে পেরেছেন ফ্লোরেঞ্জিও। খেলা শেষে তাঁর মন্তব্যেই তা পরিষ্কার, ‘এমন ঘটনা প্রতিদিন ঘটে না। একটু আগে ভিডিওতে গোলটা দেখে বেশ আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম।’
ওই অবিশ্বাস্য গোলের পর পোলিশ গোলরক্ষক ভোইচেখ শ্টেনন্সের দৃঢ়তায় শক্তিশালী বার্সেলোনাকে ১-১ গোলে ঠেকিয়ে দিয়েছে রোমা। দলকে একটি মূল্যবান পয়েন্ট এনে দিতে বড় ভূমিকা রাখতে পেরে দারুণ খুশি ফ্লোরেঞ্জি, ‘আমরা যেন এভারেস্ট জয় করেছি! সেই গোলের পর আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে ওদের ঠেকিয়ে দিয়েছি। আমরা ওদের শক্তি-সামর্থ্য সম্পর্কে জানতাম। আর সেভাবে প্রস্তুতিও নিয়েছিলাম।’
আগামীতে ফ্লোরেঞ্জিকে নিয়েও নিশ্চয়ই আলাদাভাবে প্রস্তুতি নেবেন প্রতিপক্ষের গোলরক্ষকরা। কখন, মাঠের কোন জায়গা থেকে পোস্ট লক্ষ্য করে শট নেবেন, তা তো বলা যায় না!