জিতেই বিদায় বললেন মেওয়েদার

সর্বকালের সেরাদের কাতারে তাঁর জায়গা হবে কি না, তা নিশ্চিত করে বলা যায় না। তবে যুক্তরাষ্ট্রের বক্সার ফ্লয়েড মেওয়েদার নিঃসন্দেহেই এ সময়ের সেরা। টানা ৪৯ ম্যাচে অপরাজিত থাকার পরিসংখ্যানটা তেমন সাক্ষ্যই বহন করে। দারুণ এক ক্যারিয়ারের শেষ ম্যাচেও জয় পেয়েছেন মেওয়েদার। লাস ভেগাসে ক্যারিয়ারের শেষ ম্যাচে আন্দ্রে বের্তোর বিপক্ষে লড়েছিলেন তিনি। সে লড়াইয়ে জিতে ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিল ও ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশনের ওয়েল্টারওয়েট শিরোপা ধরে রেখেই অবসরে গেছেন মেওয়েদার।
ক্যারিয়ারের শেষ ম্যাচ জিতে মেওয়েদার ছুঁয়ে ফেলেছেন আমেরিকান কিংবদন্তি রবি ম্যারচিনানোকে। ষাটের দশকে ম্যারচিনানোও জিতেছিলেন টানা ৪৯টি ম্যাচ। জুরিদের রায়ে ১২০-১০৪, ১১৮-১১০, ১১৭-১১১ পয়েন্ট নিয়ে জয়ের পর ৩৮ বছর বয়সী মেওয়েদার বলেছেন, ‘আমার ক্যারিয়ার সমাপ্ত হয়েছে। কখন বিদায় বলা উচি, সেটা সবাইকে জানতে হবে। আমার বয়স ৪০ বছরের কাছাকাছি হয়ে গেছে। বক্সিংয়ে আমার আর কিছু প্রমাণেরও নেই। এখন আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই।’
পেশাদারি ক্যারিয়ারে পাঁচটি আলাদা ক্যাটাগরিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন মেওয়েদার। রিং ম্যাগাজিনের বর্ষসেরা বক্সারের পুরস্কার জিতেছিলেন দুবার—১৯৯৮ ও ২০০৭ সালে। সেরা বক্সার ইএসপিএ পুরস্কার জিতেছেন ছয়বার—২০০৭, ২০০৮, ২০১০, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে।