আন্তস্কুল ভলিবলে চ্যাম্পিয়ন স্কলাসটিকা ও এআইএসডি

স্কলাসটিকা আন্তস্কুল ভলিবল টুর্নামেন্টের বালিকা বিভাগে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (এআইএসডি) এবং বালক বিভাগে স্কলাসটিকার উত্তরা শাখা চ্যাম্পিয়ন হয়েছে। রাজধানীর শীর্ষস্থানীয় ১২টি স্কুলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টে রানার আপ হয়েছে স্কলাসটিকার বালিকা দল ও এআইএসডির বালক দল।
টুর্নামেন্টে বালিকা বিভাগে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছে এআইএসডির ব্রিয়ান্না রিভেরা এবং বালক বিভাগে সেরা হয়েছে স্কলাসটিকার ইয়াসিন মাহমুদ দিয়াব।
স্কলাসটিকার উত্তরা শাখায় ১০ থেকে ১২ সেপ্টেম্বর আন্তস্কুল ভলিবল টুর্নামেন্ট অুনষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য স্কুলগুলো হচ্ছে আগা খান, সাউথ ব্রিজ, মাস্টারমাইন্ড, গ্রেস ইন্টারন্যাশনাল, এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল, সানবিমস, ভিকারুন্নিসা নূন, সানিডেল ও স্কলাসটিকার মিরপুর শাখা।
আন্তস্কুল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কলাসটিকা স্কুলের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কায়সার আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিউক অব এডিনবার্গস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় পরিচালক খন্দকার মোহম্মদ সাইফুল হুদা।