ক্রিকেটের ‘তিন মোড়লের’ বিরুদ্ধে প্রতিবাদ

স্বার্থসিদ্ধির জন্য, বেশি সুযোগ-সুবিধা পাওয়ার জন্য ক্রিকেটে অনেক পরিবর্তন এনেছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অনেক প্রতিবাদ হলেও তাতে কান দেয়নি ক্রিকেট-বিশ্বের ‘তিন মোড়ল’। গত বছর রীতিমতো নতুন আইন প্রবর্তন করে ক্রিকেটের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছে তারা। এর ফলে খেলাটা ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু ক্রিকেটপ্রেমী উদ্বিগ্ন। তেমনই কিছু ক্রিকেটপ্রেমী বৃহস্পতিবার অ্যাশেজের পঞ্চম টেস্ট চলার সময় লন্ডনের ওভালের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ করেছেন।
ক্রিকেটকে ‘তিন মোড়লের’ প্রভাবমুক্ত করার দাবিতে এই বিক্ষোভের আয়োজক দুই ক্রীড়া সাংবাদিক স্যাম কলিন্স ও জ্যারোড কিমবার। কিছুদিন আগে দুজনে মিলে নির্মাণ করেছেন ‘ডেথ অব এ জেন্টেলম্যান’ নামে একটি প্রামাণ্যচিত্র। সেখানে তাঁরা দেখাতে চেয়েছেন, কীভাবে ক্রিকেটকে নিজেদের কুক্ষিগত করেছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এর ফলে খেলাটার কীভাবে সর্বনাশ হয়েছে, তাও উঠে এসেছে ওই প্রামাণ্যচিত্রে। আন্তর্জাতিক ক্রিকেট যেভাবে পরিচালিত হচ্ছে, তা নিয়ে দুজনেরই অনেক অভিযোগ। তাঁদের দাবি, এ ক্ষেত্রে স্বচ্ছতার ভীষণ ঘাটতি আছে।
ক্রিকেটে ভারত-ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অচলায়তন দূর করার দাবি জানিয়ে তাই ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে ওভালের বাইরে উপস্থিত হয়েছিলেন একদল ক্রিকেট-ভক্ত। তাঁদের মধ্যে ছিলেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য ডেমিয়েন কলিন্সও। সবাই তিন মিনিট নীরবতা পালন করেন; প্রতিটি মিনিট একটি দেশের জন্য।
এ সময় স্যাম কলিন্স ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত ক্রিকেটের ৫২ শতাংশ মুনাফা নিয়ন্ত্রণ করে। বাকি ১০২টি দেশ মুনাফার মাত্র ৪৮ শতাংশ পায়। সীমিত ওভারের ক্রিকেটকে প্রাধান্য দিতে গিয়ে টেস্ট ক্রিকেটকে বলি দেওয়া হচ্ছে। অন্য খেলাগুলো যখন নিজেদের আরো ছড়িয়ে দিতে চাইছে, তখন আইসিসি ক্রিকেট বিশ্বকাপকে আরো সংকুচিত করছে। অংশ নিতে চাইছে না অলিম্পিকেও।’
ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার দুর্নীতি-অনিয়মের সঙ্গে তুলনা করে সাংবাদিক স্যাম কলিন্স বলেন, ‘কোনোরকম স্বচ্ছতা, জবাবদিহি ছাড়াই ক্রিকেট পরিচালিত হচ্ছে। কয়েকজন মানুষের স্বেচ্ছাচারিতায় খেলাটা চলছে। তাঁরা যে খেলাটার স্বার্থ রক্ষা করছেন না, তা বারবার প্রমাণিত হয়েছে। আমরা তাঁদের আর বিশ্বাস করতে পারছি না।’
এ বিষয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবির প্রধান জাইলস ক্লার্কের কাছে ব্যাখ্যা চাওয়ার দাবি জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ ডেমিয়েন কলিন্স। ইসিবি অবশ্য এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।