রবির বিজ্ঞাপনে মাশরাফি, সঙ্গী সৌম্য-মুস্তাফিজ

বাংলাদেশের ক্রিকেটারদের ক্যামেরার সামনে দাঁড়ানো নতুন কিছু নয়। ম্যাচের আগে-পরে সংবাদ সম্মেলনে ক্যামেরার মুখোমুখি হতে হয় ক্রিকেটারদের। তবে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং দুই নতুন ‘সেনসেশন’ মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারকে ক্যামেরার সামনে দাঁড়াতে হলো ভিন্ন উদ্দেশ্যে। জাতীয় ক্রিকেট দলের স্পন্সর রবির জন্য একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন এই তিন তারকা।
রোববার রাজধানীর তেজগাঁওয়ে একটি বেসরকারি স্টুডিওতে মাশরাফি, সৌম্য ও মুস্তাফিজ অংশ নেন মোবাইল ফোন অপারেটর রবির শুটিংয়ে। শুটিং শেষে মাশরাফি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। মাঠে ব্যাট-বলের লড়াই আর বিজ্ঞাপনের শুটিংয়ের তুলনা করতে গিয়ে দেশের অন্যতম সেরা পেসারের মন্তব্য, ‘শুটিংয়ের কাজ অবশ্যই কঠিন। তবে এখানে অনেক সুযোগ থাকে। ১০, ১১ বা ১৫ বারও সুযোগ পাওয়া যায়। মাঠে তো আর সে সুযোগ থাকে না। ভালোই লেগেছে। উপভোগ করেছি।’মাঠে, না শুটিংয়ে—কোন জায়গায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এমন প্রশ্নে মাশরাফির সপ্রতিভ জবাব, ‘অবশ্যই মাঠে। খেলোয়াড় হিসেবে আমরা সব সময় মাঠের খেলাই উপভোগ করি। মাঠে আমাদের অংশগ্রহণ আর মনঃসংযোগ ভিন্ন মাত্রায় থাকে।’
মাশরাফি-সৌম্য-মুস্তাফিজরা এখন বাংলাদেশের অজস্র ক্রিকেটভক্তের নায়ক। তিন ক্রিকেট-তারকাকে সঙ্গে নিয়ে দেশের তরুণদের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে আপন শক্তিতে জ্বলে উঠতে উৎসাহিত করতে কাজ করার প্রত্যাশা রবির।