রেফারির নিরাপত্তায় মাঠে পুলিশ!

পাড়ার ফুটবলে সাধারণত রেফারির ভূমিকা কেউই নিতে চায় না। কারণটা অনুমিত, ‘ভীষণ কঠিন’ কাজটা করতে গিয়ে দুদলেরই হুমকি-ধমকি সহ্য করতে হয় বেচারা রেফারিকে। কখনো কখনো উত্তম-মধ্যমও জুটে যায় কপালে! পেশাদার ফুটবলে রেফারি সাধারণত নিরাপদ। ব্রাজিলের সেরা লিগে কিন্তু মাঠের নিয়ন্ত্রককে বেশ বিপদের মুখেই পড়তে হয়েছিল। বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত দেওয়ায় বাঁচার জন্য পুলিশের সহায়তা নিতে হয়েছে রেফারিকে।
রোববার ব্রাজিলিয়ান সেরি-আর একটি ম্যাচে পালমেইরাস মুখোমুখি হয়েছিল ক্রুজেইরোর। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে স্বাগতিক ক্রুজেইরোর পক্ষে পেনাল্টি দেন রেফারি। পালমেইরাস তার আগেই ১-০ গোলে পিছিয়ে ছিল। মারিনিয়োর শট গোলরক্ষক ফার্নান্দো প্রাস ঠেকিয়ে দিলেও পালমেইরাসের খেলোয়াড়রা কিছুতেই শান্ত হতে পারছিলেন না।
অতিথি দলের খেলোয়াড়দের রোষ থেকে বাঁচার জন্য পুলিশের আশ্রয় নেন রেফারি। বিরতির বাঁশি বাজার পর অন্তত দুই মিনিট আটজন দাঙ্গা পুলিশ মাঠের ভেতরে রেফারি ও তাঁর সহকারীদের ঘিরেছিল। তারপরই রেফারি সহকারীদের নিয়ে ড্রেসিং রুমে যেতে পেরেছেন।
ম্যাচটা শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেছে ক্রুজেইরো।