রনি তালুকদারের নতুন ইনিংস

বিয়ের পিঁড়িতে বসেছেন জাতীয় দলের ক্রিকেটার রনি তালুকদার। শুক্রবার নারায়ণগঞ্জ তোলারাম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী স্মৃতি মণ্ডলের সঙ্গে মালাবদল করেছেন তিনি।
প্রায় ছয় বছর আগেই পারিবারিকভাবে দুজনের বিয়ে ঠিক হয়ে ছিল। কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে এত দিন আটকে ছিল শুভকাজটা। শনিবার বিকেলে নববধূকে নিয়ে নারায়ণগঞ্জ শহরে নিজের বাড়িতে ফেরার সময় টেলিফোনে এনটিভি অনলাইনকে রনি বললেন, ‘দুই পরিবারের পছন্দেই আমাদের বিয়েটা হয়েছে। সুখী বিবাহিত জীবনের জন্য দেশের মানুষের কাছে দোয়া চাই।’
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও বৌভাত হবে আগামী ২২ আগস্ট, নারায়ণগঞ্জে। এই ডানহাতি ওপেনার নিজেই জানালেন এ তথ্য।
এখনো টেস্ট দলে সুযোগ না পেলেও ইদানীং বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য রনি। যদিও এখন পর্যন্ত একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। গত ৭ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাত নম্বরে ব্যাট করতে নেমে ২২ বলে ২১ রান করেছিলেন তিনি।
তবে ঘরোয়া ক্রিকেটে ২৪ বছর বয়সী রনি দারুণ সফল। ২০১৪-১৫ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগে সাত ম্যাচে ১১ ইনিংসে দুটি দ্বিশতক ও একটি শতকসহ ৭০.৬৩ গড়ে ৭৭৭ রান করেছিলেন তিনি। এরপরই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান রনি। ছিলেন ভারত আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি দলেও।