চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভাবছেন না মাশরাফি

দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিশ্চিত হয়ে গেছে। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় এই আসরের টিকিট পেলেও বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তা নিয়ে মোটেও ভাবছেন না। এত আগে এ টুর্নামেন্ট নিয়ে ভাবনার কোনো কারণ নেই বলে জানিয়েছেন তিনি।
মাশরাফির দৃষ্টিতে চ্যাম্পিয়নস ট্রফি অনেক দূরের ব্যাপার। বর্তমান নিয়ে ভাবাটাই ভালো বলে মনে করেন তিনি, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারাটা আমাদের জন্য গর্বেরই ব্যপার। তবে তা নিয়ে এত আগে ভাবার কোনো কারণ নেই। বর্তমান নিয়েই ভাবতে চাই আমরা।’
বাংলাদেশ অধিনায়কের ভাবনাজুড়ে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। এ ব্যাপারে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নিয়ে আরো বেশি মনোযোগী হতে চাই আমরা। প্রোটিয়াদের বিপক্ষে কীভাবে ম্যাচ জেতা যায়, তা নিয়েই আমাদের সব পরিকল্পনা। এর বাইরে আপাতত অন্য কিছু নিয়ে ভাবছি না।’
দুটি টি-টোয়েন্টির পর, প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও হেরে যাওয়ায় বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। রোববার দ্বিতীয় ওয়ানডেতে জিতে বাংলাদেশ শুধু সিরিজই সমতা আনেনি, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সব শঙ্কা দূর করে দিয়েছে। বুধবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় শেষ ম্যাচে মুখোমুখি হবে দুদল।
৯৪ রেটিং নিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশ আছে সপ্তম স্থানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে হেরে গেলে বাংলাদেশের রেটিং নেমে আসবে ৯৩-এ। আর পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ কোনো পরিস্থিতিতেই পাবে না ৯৩ রেটিং। এখন ৮৯ রেটিং নিয়ে অষ্টম স্থানে আছে পাকিস্তান। নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮৮ রেটিং। তাই বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি খেলা পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে।