‘বাংলাদেশ নয়, চাপে থাকবে ইংল্যান্ডই’

শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। কোহলিদের সঙ্গে সেই ম্যাচে মাত্র ৮৪ রানে ইনিংস গুটিয়ে যাওয়ায় চ্যাম্পিয়নস ট্রফি আগে নিশ্চয়ই খানিকটা চাপে থাকবে লাল-সবুজের দল। অনেকেই হয়তো তা ভাবছেনও। কিন্তু বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তা মানতে রাজি নন। বাংলাদেশের তুলনায় ইংল্যান্ডই বেশি চাপে আছে বলে মনে করেন তিনি।
আগামীকাল বৃহস্পতিবার চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ড মুখোমুখি হবে। কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচের ব্যর্থতায় বাংলাদেশ মোটেও চাপে নেই বলে মনে করেন মাশরাফি। আজ বুধবার আসরপূর্ব এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ নয়, স্বাগতিক ইংল্যান্ডই বেশি চাপে থাকবে। কারণ তারা শিরোপাপ্রত্যাশী। তা ছাড়া ঘরের মাঠে খেলছে তারা। সমর্থকদের একটা চাপ তো থাকবেই।’
তা ছাড়া প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্সেও খুব একটা হতাশ নন নড়াইল এক্সপ্রেস, ‘ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৮৪ রানে অলআউট হয়েছে এটা ঠিক, কিন্তু দলের পারফরম্যান্সে আমি মোটেও হতাশ নই। কারণ ক্রিকেটে এমনটা হতেই পারে। তা ছাড়া আগের ম্যাচেই পাকিস্তানের মতো দলের দুর্দান্ত বোলিং আক্রমণের বিপক্ষে বাংলাদেশ বড় সংগ্রহ গড়েছে। সম্প্রতি আয়ারল্যান্ডেও আমরা দারুণ খেলেছি। তাই এই পারফরম্যান্সে হতাশ হওয়ার কিছু নেই।’
এ ছাড়া আসরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। লন্ডনের ওভালে ম্যাচটি হবে ৫ জুন। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ।
কার্ডিফে বাংলাদেশের তৃতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি হবে ৯ জুন বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। গ্রুপ পর্বে ভালো করলে বাংলাদেশের সেমিতে ওঠার সম্ভাবনা রয়েছে।
আসরের দুটি সেমিফাইনাল হবে ১৪ ও ১৫ জুন। আর ফাইনাল হবে ১৮ জুন। তার আগে আগামীকাল ভারতের সঙ্গে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।