‘তিন সংস্করণের জন্যই নিজেকে তৈরি করছি’

গত বছর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকেই নজর কেড়েছিলেন তিনি। দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে আলোড়ন তোলেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এরপর টানা সাতটি টেস্ট খেলেছিলেন তিনি। তাই সবাই ধরেই নিয়েছিল, টেস্ট ক্রিকেটেই সবচেয়ে ভালো খেলেন তিনি।
মিরাজ সীমিত ওভারের ক্রিকেটে জায়গা পান গত শ্রীলঙ্কা সফরের দলে। তিন ওয়ানডে ম্যাচে চার উইকেট পান। শেষ ওয়ানডেতে দারুণ একটি হাফ সেঞ্চুরি করে নিজের জাতটা ভালো করেই চেনান তিনি। হয়তো টেস্টের মতো দুর্দান্ত শুরু হয়নি, কিন্তু সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটেও যে তিনি ভালো খেলতে পারেন সেটা ভালো প্রমাণ করেছেন তিনি।
তাই মিরাজ এখন চান না তাঁর গায়ে লাগুক নির্দিষ্ট কোনো পরিসরের তকমা, ‘সত্যি কথা বলতে কি, টেস্ট, ওয়ানডে ও টি-টোয়োন্ট- সবকিছুই আমি উপভোগ করি। তাই তিন সংস্করণেই নিয়মিত খেলতে চাই। সেভাবেই নিজেকে তৈরি করছি আমি।’
জাতীয় দলে ভালো করে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি। এটিকে ক্যারিয়ারের বড় সুযোগ হিসেবে দেখছেন মিরাজ, ‘আমার জন্য এটি বড় সুখবর তো বটেই, বিরাট সুযোগও। আশা করছি সিপিএল থেকে কিছু শিখতে পারব, যেটা আমার ভবিষ্যতে কাজে আসবে।’