মেয়ের সঙ্গে ধোনির হামাগুড়ি

টেস্ট থেকে অবসর নিয়েছেন অনেকদিন হলো। মাঝে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়েছেন। ভারতীয় জাতীয় দল এখন টেস্ট নিয়ে ব্যস্ত তাই ধোনির হাতে এখন অফুরন্ত সময়। স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাকে নিয়েই কাটছে ধোনির সময়। গত ৬ ফেব্রুয়ারি ছিল ধোনি কন্যা জিভার জন্মদিন। পারিবারিকভাবে মেয়ের জন্মদিন পালন করতে সস্ত্রীক দেহরাদুন যান ধোনি। ফিরে এসেও মেয়ের সাথেই সময় কাটছে ক্যাপ্টেন কুলের।
সম্প্রতি ইনস্ট্রাগ্রামে জিভার সঙ্গে কাটানো একটি সুন্দর মূহূর্তের ভিডিও শেয়ার করেছেন ধোনি। ভিডিওতে দেখা যাচ্ছে, মেয়ের সঙ্গে হামাগুড়ি দিচ্ছেন ধোনি। মেয়েকে বেশ কয়েকবার এগিয়ে দিয়েছেন এরপর নিজেও জিভার মতো হাতে ভর দিয়ে চলছেন। শেয়ার দেওয়ার পরই সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ব্যাট হাতে বোলারদের ত্রাস খ্যাত ধোনিকে এই ভিডিওতে আলাদারূপে দেখতে পেয়েছেন ভক্তরা। যেখানে আগ্রাসী এই ব্যাটসম্যান সন্তানবৎসল একজন বাবা।
আগামী জুন মাসের আগে মাঠে ফিরছেন না ধোনি। কারণ ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স লিগের আগে ভারতের আর কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচ নেই। আগামী ৪ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ভারত।