হারের পর শাস্তি পেলেন তামিম

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্যসমাপ্ত সিরিজের প্রথম দুই ম্যাচ জিতলেও শেষটিতে হেরে যায় বাংলাদেশ। শেষ ম্যাচে হারের পর আরও একটি দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ধারা ভাঙার দায়ে অধিনায়ক তামিম ইকবাল শাস্তি পেয়েছেন।
আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ অধিনায়ক অপ্রীতিকর ভাষা ব্যবহার করে এই শাস্তি পেয়েছেন। আজ শনিবার আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তামিম অনুপযোগী ভাষা ব্যবহার করেছেন। তাই তাঁর ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
ম্যাচে বাংলাদেশ ইনিংসের দশম ওভারের ঘটনা। দুই উইকেট হারিয়ে দলের অবস্থা তখন ভালো নয়। শ্রীলঙ্কান বোলার দুশমন্থ চামিরার বল খেলতে গিয়ে ব্যর্থ হন তামিম। শ্রীলঙ্কান খেলোয়াড়রা আবেদন করতেই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ আউটের সিদ্ধান্ত দেন। তামিম রিভিউ নেন। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেওয়ার মতো প্রমাণ না পাওয়ায় সিদ্ধান্ত বহাল রাখেন তৃতীয় আম্পায়ার।
আউট হয়ে তামিম ফেরার পথেই অসন্তোষ প্রকাশ করেন। বাজে ভাষা ব্যবহার করেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ দেন আম্পায়াররা। অবশ্য ম্যাচ রেফারির কাছে ভুল স্বীকার করেছেন তিনি। তাই শুনানির প্রয়োজন হয়নি।
গতকাল শুক্রবার সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ হেরেছে ৯৭ রানে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৮৬ রান করে শ্রীলঙ্কা। ব্যাট হাতে সর্বোচ্চ ১২০ রান করেছেন কুশল পেরেরা। জবাবে ৪২.৩ ওভারে ১৮৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেছেন মাহমুদউল্লাহ।
এই ম্যাচে হারলেও সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জেতায় স্বপ্ন দেখেছিল প্রথমবার শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার। কিন্তু তা পারল না বাংলাদেশ। ঘুরে দাঁড়িয়ে ঠিকই জয় দিয়ে সিরিজ শেষ করল সফরকারীরা।