তামিমের নির্বাচন না করা প্রসঙ্গে কী বললেন আসিফ?

তামিম ইকবাল কাণ্ডে ক্রিকেটপাড়া সরগরম ছিল অনেকদিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে তিনি আসেন আলোচনার কেন্দ্রে। অভিযোগ, পাল্টা-অভিযোগের পর নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তামিম। কাছাকাছি সময়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হন আসিফ আকবর।
গানের মঞ্চ থেকে খেলার মাঠে আসা আসিফ কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে। সেখানে উঠে আসে তামিমের প্রসঙ্গ। আসিফ জানান, এখানে বোঝার ও বোঝানোর ভুল হয়েছে।
এনটিভি অনলাইনকে আসিফ বলেন, ‘তামিম ইকবাল আমাদের দেশের সেরা ওপেনার। তামিম এই ইলেকশনটা করছে না। যেটা হয়েছে, একটা নির্বাচন মাত্র। যেহেতু তারা আগে আগে সরে গেছে, নির্বাচনে আসেনি। যদি তারা নির্বাচনে এসে পরবর্তীতে গাফিলতি দেখত, যে নির্বাচনটা সঠিকভাবে হচ্ছে না, তখন আমরা মানতাম। এখন তো এটা ওয়ান সাইডেড হয়ে গেল। তারা নাম প্রত্যাহার করার ফলে কোনো আলোচনা থাকলো না। এখানে আমি কোনো ইনফ্লুয়েন্স দেখি না। এটা হচ্ছে বোঝার ভুল, বোঝানোর ভুল।’
তামিমের বয়স বেশি না। এখনও ফুরিয়ে যাননি। দেশের ক্রিকেটকে দেওয়ার অনেক কিছু আছে বলে মনে করেন আসিফ। তাই, কোনো কাদা ছোড়াছুড়ির পক্ষে নেই তিনি।
আসিফ যোগ করেন, ‘তামিমের বয়স বেশি না। আশা করি তামিম বাংলাদেশের ক্রিকেটে বড় ভূমিকা রাখবে। কাদা ছোড়াছুড়ি বা এসব নিয়ে আমরা কথা বলতে চাই না। তামিমের ইমেজ আছে, থাকবে।’