মিতালি অবসরের কয়েক ঘণ্টা পর নতুন অধিনায়কের নাম ঘোষণা

মিতালি রাজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কয়েক ঘণ্টা পর হরমনপ্রীত কৌরকে শ্রীলঙ্কা সফরের ভারতীয় নারী ওয়ানডে দলের অধিনায়ক মনোনীত করা হয়েছে। ভারতীয় নারী দল ডাম্বুলায় তিনটি টি-টোয়েন্টি এবং ক্যান্ডিতে তিনটি ওয়ানডে খেলবে। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে এই তথ্য।
ক্রিকবাজের খবরে জানা গেছে, ৩৯ বছর বয়সী ঝুলন গোস্বামী এখনও অবসর নেননি। তিনি ওয়ানডে ও টি-টোয়েন্টি কোনো দলেই জায়গা পাননি। তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার হারলিন দেওল, যিনি মাত্র একটি ওয়ানডে খেলেছেন।
ওপেনিং ব্যাটার এস মেঘনা সম্প্রতি নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ট্রেইলব্লেজারদের হয়ে ৭৩ রান করেছেন। এ বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে অভিষেক হয়েছিল তাঁর।
ভারতীয় ওয়ানডে দল : হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), এস মেঘনা, দীপ্তি শর্মা, পুনম যাদব, রাজেশ্বরী গায়কওয়াড়, সিমরন বাহাদুর, রিচা ঘোষ (উইকেটরক্ষক), পূজা ভাস্ত্রাকার, আমি সিং, রেনুকা সিং, তানিয়া ভাটিয়া ও হারলিন দেওল।
ভারতীয় টি-টোয়েন্টি দল : হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), এস মেঘনা, দীপ্তি শর্মা, পুনম যাদব, রাজেশ্বরী গায়কওয়াড়, সিমরন বাহাদুর, রিচা ঘোষ (উইকেটরক্ষক), পূজা বস্ত্রাকার সিং, রেণুকা সিং, জেমিমা রদ্রিগেস ও রাধা যাদব।