মাদ্রিদ ওপেন জিতলেন জেভরেভ

প্রথম সেটে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত মাদ্রিদ ওপেন জিতলেন আলেকজান্ডার জেভরেভ। মাত্তেও ভেরাত্তিনিকে হারিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতলেন তিনি।
জার্মান তারকা জেভরেভ ফাইনালে ইতালির ভেরাত্তিনিকে ৬-৭ (৮/১০), ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে শিরোপা জেতেন। রাফায়েল নাদাল ও ডমিনিক থিয়মকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা জেভরেভ শীর্ষ ১০-এর তিন প্রতিপক্ষের বিপক্ষে তৃতীয় জয়। গত বছর ইউএস ওপেন রানারআপ জেভরেভ এর আগে ২০১৮ সালে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছিলেন। এর মাধ্যমে গত মাসে বেলগ্রেডে শিরোপা জয়ের পর ভেরাত্তিনিকে টানা দ্বিতীয় শিরোপা থেকে বঞ্চিত করেছেন জেভরেভ।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত জেভরেভ বলেন, ‘এখানে শিরোপা জেতা সত্যিই বিশেষ কিছু। বিশেষ করে শেষ তিনটি মাস্টার্স ইভেন্টের ফাইনালে আমি পরাজিত হয়েছিলাম। এ কারণে শিরোপাটা আমার কাছে অনন্য। এই মুহূর্তে আমি শুধু শিরোপা জয়ের উৎসব উপভোগ করতে চাই। প্রতিপক্ষ হিসেবে মাত্তেও একেবারেই ভিন্ন। কারণ আমি এমন কোনো খেলোয়াড়ের বিপক্ষে খেলিনি, যে ঘণ্টায় ২৩৫ কিলোমিটার বেগে সার্ভিস করতে পারে। নাদাল ও থিমের বিপক্ষে ম্যাচটি ভিন্ন ছিল। যদিও তারা উভয়ই ক্লে কোর্টের পরীক্ষীত খেলোয়াড়। সে দুটি ম্যাচই এবারের আসরে আমার সেরা জয় ছিল। মাত্তের বিপক্ষে কোর্টে টিকে থাকাটা সত্যিই কঠিন ছিল।’
আগামী সপ্তাহে দ্বিতীয় রোম শিরোপা জয়ের লক্ষ্যে কোর্টে নামবেন জেভরেভ। ২০১৭ সালে তিনি প্রথম মাস্টার্স শিরোপা জয় করেছিলেন।