পাকিস্তানকে সহজেই হারাল অস্ট্রেলিয়া

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার সফররত পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তানের দেওয়া ১৫১ রানের লক্ষ্যে স্টিভ স্মিথের ব্যাটিং দাপটে তিন উইকেট হারিয়ে ৯ বল বাকি থাকতেই টপকে যায় অসিরা।
কানবেরায় টস জিতে আগে ব্যাট করতে নামা পাকিস্তান ইফতেখার আহমেদের ৬২* এবং অধিনায়ক বাবর আজমের ৫০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৫০ রান করে। ইফতেখার মাত্র ৩৪ বলে তিনটি ছক্কা এবং পাঁচটি চারে তার ইনিংসটি সাজান। অন্যদিকে বাবর ৩৮ বলে ছয়টি চারে খেলেন তার ইনিংসটি।
অসিদের পক্ষে অ্যাস্টন আগার দুটি এবং পেট কামিন্স ও রিচার্ডসন উভয়েই একটি করে উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে স্মিথের অপরাজিত ৮০ রানের ইনিংসের সুবাদে নয় বল ও সাত উইকেট হাতে রেখেই জয় পায় স্বাগতিকরা। ৫১ বলে একটি ছয় ও ১১টি চারে ইনিংসটি সাজান স্মিথ।
পাকিস্তানের পক্ষে মোহাম্মাদ আমির, মোহাম্মাদ ইরফান ও ইমাদ ওয়াসিম প্রত্যেকেই একটি করে উইকেট পান।
এই জয়ে তিন ম্যাচের সিরিজ ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এর আগে প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।