দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়ে জিতল ইংল্যান্ড

ইংল্যান্ড ক্রিকেট দল ২০২৫ সালকে যেন নিজেদের রেকর্ড গড়ার জন্যই বেছে নিয়েছে। দক্ষিণ আফ্রিকার চলমান সফরেই দলটির বিপক্ষে ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে (৩৪২ রান) জয়ের রেকর্ড গড়েছিল তারা।
এবার টি-টোয়েন্টিতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ৩০৪ রানের রেকর্ড গড়ল দেশটি। ৩০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ১৪৬ রানের ব্যবধানে জয় পায় ইংল্যান্ড।
যদিও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করে প্রোটিয়ারা। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ে সিরিজে সমতায় ফেরে ইংলিশরা। এ ম্যাচে দুটি পূর্ণ সদস্য দেশের লড়াইয়ে সর্বোচ্চ ৩০৪ রানের পুঁজি গড়ে ইংল্যান্ড। এর আগে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের সর্বোচ্চ রান ছিল ২৬৭।
আইসিসির দুটি পূর্ণ সদস্য দেশের টি-টোয়েন্টিতে বাংলাদেশ বিপক্ষে সর্বোচ্চ ২৯৭ রানের রেকর্ড ছিল ভারতের। শুক্রবার (১২ সেপ্টেম্বর ) ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০৪ রানে সেই রেকর্ড ভাঙল ইংলিশরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তৃতীয় সর্বোচ্চ। এর আগে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ে ৩৪৪ এবং মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল করেছিল ৩১৪ রান।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করতে থাকে ইংলিশ ব্যাটাররা। সল্ট ও জস বাটলারের ওপেনিং জুটিতেই আসে ৭ দশমিক ৫ ওভারে ১২৬ রান। ইংল্যান্ড নিজেদের স্কোরবোর্ডে ১০০ রান পূর্ণ করে মাত্র ৫ দশমিক ৫ ওভারে। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম দলীয় শতরানের রেকর্ড। অষ্টম ওভারে বর্ন ফরচুইনের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩০ বলে ৮টি চার ও ৭ ছক্কায় ৮৩ রান করেন বাটলার।
বাটলারের বিদায়ের পরও রানের গতি কমেনি ইংল্যান্ডের স্কোরবোর্ডে। দ্বিতীয় উইকেট জুটিতে সল্ট ও জ্যাকব বেথেল মিলে যোগ করে আরও ৯৫ রান। যেখানে বেথেল আউট হয়েছেন ১৪ বলে ২৬ রান করে। এরপর সল্ট-হ্যারি ব্রুকের জুটিতেও আসে ৮৩ রান। ব্রুক ২১ বলে ৪১ রানে এবং সল্ট ১৪১ রানে অপরাজিত ছিলেন।
এর আগে দ্রুততম ইংলিশ ব্যাটার হিসেবে ৩৯ বলে ম্যাজিক ফিগার (১০০) পূর্ণ করেন সল্ট। যা টি-টোয়েন্টিতে এটি সল্টের চতুর্থ সেঞ্চুরি। ইংলিশদের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ১৪১ রান কেবল এই ম্যাচেরই নয়, টি-টোয়েন্টিতে তাদের হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও। বিপরীতে প্রোটিয়াদের পক্ষে ২টি উইকেটই নিয়েছেন ফরচুইন।
৩০৫ রানরে বিশাল লক্ষ্য তাড়ায় নেমে ঝড়ো শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে দলীয় ৫০ রানের পর একরে পর এক উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ওপেনার এইডেন মার্করাম করেন সর্বোচ্চ ২০ বলে ৪১ রান। এ ছাড়া ফরচুইন ১৬ বলে ৩২, ডোনোভান পেরেইরা ১১ বলে ২৩, ত্রিস্টান স্টাবস ২৫ বলে ২৩ ও রায়ান রিকেলটন ১০ বলে ২০ করে আউট হলে ১৫৮ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন আর্চার এছাড়া স্যাম কারান, লিয়াম ডসন ও উইল জ্যাকস শিকার করেন ২টি করে উইকেট। এই জয়ে সিরিজে ১-১ এ সমতা অর্জন করে ইংল্যান্ড।