তামিমের বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন আকরাম

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে মন্থর উইকেটে ব্যাটসম্যানদের রান করা অনেক বেশি কঠিন ছিল। তারপরও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে লাল-সবুজের দল। যেকোনো ফরম্যাটে প্রথমবার অসিদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের কীর্তি গড়ল টাইগাররা।
সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। এরপর টি-টোয়েন্টি সিরজ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এ ব্যাপারে বিসিবির পরিচালক আকরাম খান বলেন, ‘এটা নিশ্চিত যে আমরা অন্তত এক সপ্তাহ আগে ওমানে যাব। সেখানে কিছু অনুশীলন ম্যাচ রয়েছে। অবশ্য তা চূড়ান্ত হয়নি।’
চোটে আক্রান্ত তামিম বিশ্বকাপের দলে থাকবেন কি না এ সম্পর্কে আকরাম খান বলেন, ‘তামিম দেশের অন্যতম সেরা খেলোয়াড়। সে যদি ফিট থাকে অবশ্যই খেলবে। ডাক্তার, ফিজিও ও নির্বাচকদের সঙ্গে যোগাযোগ রাখছে সে। আশা করছি ঠিক সময়ে সুস্থ হয়ে উঠবে সে।’
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে ওমানে যাবে বাংলাদেশ। প্রথম রাউন্ডে ম্যাচগুলো ওমানেই খেলবে তারা। সুপার-১২-এ খেলার যোগ্যতা অর্জন করলে পরবর্তীতে দুবাই যাবে বাংলাদেশ।
আগামী ১৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম রাউন্ডের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম দিনে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। মাহমুদউল্লাহদের দ্বিতীয় ম্যাচ ১৯ অক্টোবর, প্রতিপক্ষ ওমান। প্রথম পর্বে বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচ ২১ অক্টোবর, পাপুয়া নিউ গিনির বিপক্ষে। পরে দ্বিতীয় রাউন্ড গড়াবে ২৩ অক্টোবর।