টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন রাবাদা

দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা এই আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি মিস করছেন। ব্রিস্টলে ম্যাচ দুটি হওয়ার কথা। সিএসএ এক বিবৃতিতে জানায়, ‘গোড়ালির ইনজুরির কারণে রাবাদাকে বাদ দেওয়া হয়েছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ ও জুলাইয়ে ইংল্যান্ডে ওডিআই সিরিজের কথা বিবেচনা করে এই পেসারকে বিশ্রাম দেওয়া হয়।
দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৩ ও ৫ আগস্ট হবে। এর পর দক্ষিণ আফ্রিকা ১৭ আগস্ট থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলবে।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘তিনি (রাবাদা) চিকিৎসা পুনর্বাসন চালিয়ে যাবেন। এই মাসের শেষের দিকে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।’