এমবাপ্পে-গ্রিজম্যানদের গোলে জিতল ফ্রান্স

ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের আগে প্রস্তুতি ম্যাচেই জ্বলে উঠলেন কিলিয়ান এমবাপ্পে। দলের প্রথম গোলটা তিনি করেছেন। সেইসঙ্গে জালের দেখা পেয়েছেন অ্যান্তোনিও গ্রিজম্যান ও উসমান দেম্বেলে। তিন তারকার গোলে ওয়েলসকে সহজেই হারিয়েছে ফ্রান্স।
গতকাল বুধবার রাতে প্রস্তুতি ম্যাচে ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে ফ্রান্স। ম্যাচটিতে দিয়ে প্রায় অর্ধযুগ পরে ফ্রান্সের হয়ে খেলেছেন রিয়াল তারকা করিম বেনজেমা। যদিও ফেরার ম্যাচে গোল পাননি। তবে একাধিক সুযোগ তৈরি করেছিলেন ফর্মে থাকা বেনজেমা।
এদিন ম্যাচের ৩৫ মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। প্রতিপক্ষের খেলোয়াড়দের কাটিয়ে দ্রুত এগিয়ে গিয়ে গোলটি করেন এমবাপ্পে।
বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজম্যান। এই গোলেও অবদান ছিল এমবাপ্পের। পিএসজি তারকার বাড়ানো বল ধরে ডি-বক্সের ঠিক বাইরে থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন বার্সেলোনা ফরোয়ার্ড।

শেষ দিকে ৭৯তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন দেম্বেলে। বাইলাইন থেকে জুল কুন্দের ক্রস বুক দিয়ে নামিয়ে শট নেন দেম্বেলে। পোস্টে লেগে বল ফিরে আসে। ফের কাছের পোস্ট থেকে জাল খুঁজে নেন তিনি।
এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘এফ’ গ্রুপে রয়েছে ফ্রান্স। একই গ্রুপে আরো আছে হাঙ্গেরি, পর্তুগাল ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ‘এ’ গ্রুপে আছে ওয়েলস। এই গ্রুপে আরো আছে ইতালি, তুরস্ক ও সুইজারল্যান্ড। আগামী ১৬ জুন থেকে মাঠে গড়াবে ইউরো।