ডিএসইর লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়াল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানে আজ বৃহস্পতিবারের (৩ জুলাই) লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৯ পয়েন্ট। আজ ডিএসইতে লেনদেন পরিমাণ বেড়েছে। এদিন লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। যা গত ৩৫ কার্যদিবস পর এই লেনদেন হয়েছে। তবে আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ১৩ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১২ পয়েন্ট। বেলা বাড়ার পর উত্থান গতি কমে পতনে আসে। এতে লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ছয় মিনিটে ডিএসইএক্স পতন হয় ছয় পয়েন্ট। এরপর পতন থেকে উত্থানে ফিরে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৮ দশমিক ৭৩ পয়েন্ট। দিনশেষে সূচকটি বেড়ে দাঁড়ায় চার হাজার ৮৯৪ দশমিক শূন্য ছয় পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১৮ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৩৬ দশমিক ১১ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৫ দশমিক ৩৯ পয়েন্টে।
আজ বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৫০৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৪৭৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। গত ৭ মে লেনদেন হয়েছিল ৫১৬ কোটি ৪৬ লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৬ হাজার ছয় কোটি ১১ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল ছয় লাখ ৬৬ হাজার ৪০৩ কোটি ৬২ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫৪টির এবং কমেছে ১৮১টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬২টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অগ্নি সিস্টেমসের ১৫ কোটি ৪১ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের১৪ কোটি ৯৫ লাখ টাকা, বিচ হ্যাচারির ১৩ কোটি দুই লাখ টাকা এবং স্কয়ার ফার্মার ১২ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ইসলামিক ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রূপালী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।