ডিএসইতে ৬৪ শতাংশ কোম্পানির দরপতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বেড়ে ৭৩৬ কোটি টাকার ঘরে অবস্থান করেছে আজ সোমবার (৬ অক্টোবর)। আগের কর্মদিবস রোববার তুলনায় আজ বাজারে মূলধন বেড়েছে। এদিন পতন হয়েছে ডিএসইর সব ধরনের সূচকের। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৪ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৪ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ৪৯ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৫ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার বিক্রির চাপ বাড়ে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ২৩ দশমিক ৯৯ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪২৩ দশমিক ৬৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ১৭১ দশমিক ৯০ পয়েন্টে। ডিএস-৩০ সূচক তিন দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৮৮ দশমিক ৮০ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৭৩৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৬১৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ২৯ হাজার ১২৭ কোটি ৪৮ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল সাত লাখ ২৮ হাজার ৪০৪ কোটি ৮৫ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ২৫৫টির বা ৬৪ দশমিক ২৩ শতাংশ। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৪টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে রবির শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের ২৩ কোটি ২০ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২২ কোটি ৬৮ লাখ টাকা, খান ব্রাদার্সের ২১ কোটি ১৬ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২০ কোটি ৭৯ লাখ টাকা, সিভিও পেট্রোলিয়ামের ১৮ কোটি ৬২ লাখ টাকা, প্রগতি ইন্স্যুরেন্সের ১৮ কোটি ৫৮ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৭ কোটি ২১ লাখ টাকা এবং সামিট অ্যালায়েন্স পোর্টের ১৬ কোটি দুই লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক শূন্য পাঁচ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ।