আশুরা পালনে নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি

পবিত্র আশুরা ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বরং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
লালবাগ হোসাইনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ডিএমপির নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে একথা বলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
২০১৫ সালে তাজিয়া মিছিলে জেএমবির বোমা হামলার বিষয়ে নজরুল ইসলাম বলেন, অপরাধ অপরাধই। বোমা মেরে মানুষ মারবে এটা অপরাধ। অপরাধের বিচার প্রচলিত আইনে যেভাবে আছে, সেভাবে হবে। এটাকে কোনো লেবাস দিয়ে কালারিং করার কোনো প্রয়োজন নেই। সেটা যে আমলেই হোক। আমরা এটার বিষয়ে ওয়াকিবহাল আছি। আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা আছে।
আরেক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, রাজনৈতিক একটি প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। বিচার শুরু হয়েছে। অনেকের মনের মধ্যে ক্ষোভ আছে। ২-৪টি ঘটনা ঘটে যাওয়া অস্বাভাবিক না। কিন্তু পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। আমাদের পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। যারা এই কাজগুলোর সঙ্গে জড়িত তাদের আমরা আইনের আওতায় আনব।
এসময় উপস্থিত ছিলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, লালবাগ বিভাগের উপকমিশনারসহ শিয়া ধর্মালম্বী নেতা, ইমামবাড়া ও তাজিয়া মিছিল উদযাপনে সংশ্লিষ্ট নেতারা।