নিরাপত্তা চাদরে ঢাকা বানারীপাড়ার প্রতিটি পূজামণ্ডপ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বানারীপাড়ার প্রতিটি মণ্ডপে রয়েছে কয়েকটি স্তরের নিরাপত্তা। নির্বিঘ্নে পূজা উদযাপনে পুলিশ, আনসার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করছেন র্যাব সদস্যরাও।

এ ছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবীরাও ধর্ম-বর্ণ নির্বিশেষে এগিয়ে এসেছে পূজা নির্বিঘ্ন করতে। উপজেলায় এ বছর ৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

প্রতিটি মণ্ডপে রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। পূজা আয়োজকরা জানিয়েছেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় তারা খুশি।