আমার শিশুরা কোথায় নিরাপদ?

ছোট্ট কফিনের ভার বইবে, এমন সাধ্য আছে কার? সন্তানের লাশের ভারে পিতার কাঁধ ভারী হওয়ার এমন কষ্টের অধ্যায়গুলো ফিরে ফিরে সবার হৃদয়ে দগদগে ক্ষত সৃষ্টি করে চলেছে। ছোট্ট নিষ্পাপ ফুলগুলো যেন এক লহমায় পুড়ে ছাই হয়ে গেছে। পড়ে আছে স্কুলব্যাগ, আধখাওয়া টিফিন বক্স, জুতাগুলো গলে গেছে আগুনের লেলিহান শিখায়।মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হওয়া উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ স্তব্ধ করেছে সবার বিবেক...