নতুন বাংলাদেশের স্বপ্ন ধারণ করে এগিয়ে যাবে এনটিভি

আমরা যখন জাতীয় গণমাধ্যমের কথা বলি তখন যে কটা নাম আমাদের মনে আসে, যে কটা নামের কথা আমরা শুনি, তার মধ্যে এনটিভি অবশ্যই অন্যতম।
এনটিভি এই ২২ বছর পথপরিক্রমায় নিজের জন্য জনগণের মনে একটা অবস্থান সৃষ্টি করে নিয়েছে। এই অবস্থানটাকে ধরে রাখতে হবে। নতুন আর পরিবর্তিত বাংলাদেশের যে স্বপ্ন আমরা সকলে দেখছি, তরুণ প্রজন্ম দেখছে, আমি আশা করি, ভবিষ্যতের পথযাত্রায় এনটিভি সেই প্রত্যাশাকে ধারণ করে এগিয়ে যাবে।
একটা গণন্ত্রাতিক, মুক্ত, সংস্কৃতিমনা, উদার বাংলাদেশের জন্য যে ধরণের গণমাধ্যম দরকার এনটিভি নিশ্চয়ই বস্তুনিষ্ঠতার সাথে, নিজের সাথে সৎ থেকে সে ধরণের সংবাদ পরিবেশন করে যাবে। সেভাবেই মানুষকে বার্তাগুলো পৌঁছে দেবে।
আশা করি, জনপ্রিয়তার দিক থেকে আরও এগিয়ে যাবে এনটিভি। সেটার পূর্বশর্ত হিসেবে জনগণের আসল আকাঙ্ক্ষা ও চাহিদাকে ধারণ করে পরবর্তী যে পরিক্রমা সেটা তারা নির্ধারণ করবে। এনটিভির জন্য অনেক শুভ কামনা।
লেখক : উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়